সংক্ষিপ্ত জীবন ও কর্ম

প্রাক কথনঃ

অধ্যক্ষ ড. মুহাম্মাদ আবু ইউছুফ খান ইসলামী শিক্ষা ও গবেষণার জগতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম। শিক্ষা-প্রশিক্ষণ গবেষণা ও এর মানোন্নয়নে তিনি নিরলস কাজ করে চলেছেন। তিনি তাঁর শিক্ষা, চিন্তা ও গবেষণার মাধ্যমে এক দিকে জাতি গঠনে অনন্য ভূমিকা রাখছেন, অন্যদিকে সৃজনশীল লেখা-লেখনীর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নি¤েœ তাঁর বর্ণাঢ্য শিক্ষা ও কর্মমূখর জীবনের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হলো।

পরিচিতিঃ

ড. মুহাম্মাদ আবু ইউছুফ খান ১৯৬৮ সালের ১২ মার্চ, নেত্রকোনা জেলার সদর থানার অন্তর্গত মাহমুদপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশিষ্ট আলেমে দ্বীন মরহুম মুহাম্মাদ মফিজ উদ্দিন, মাতা- মরহুমা আবিদা আখতার। ১৯৯২ সালের ২৩ শে জানুয়ারী মোতাবেক ১৩৯৮ সালে ৯ মাঘ এবং ১৪১২ হিঃ ১৭ রজব ময়মনসিংহ সদর থানার অন্তর্গত সুহিলা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের  চেয়াম্যান বাড়ীর কাজী আলহাজ্জ্ব মাওলানা মোঃ নুরুল ইসলাম সাহেবের বড় মেয়ে কাজী সুরাইয়া জাহানের সাথে শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। উল্লেখ্য যে, তাঁর শ্রদ্ধেয় পিতা মরহুম মাওঃ মফিজ উদ্দিন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আকদ সম্পাদন করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তৎকালীন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সম্মানিত অধ্যক্ষ মাও. মুহাম্মাদ যাইনুল আবেদীন।

বর্তমানে তিনি তিন কন্যা সন্তানের জনক।  সুমাইয়্যা আয-যাহরা (বিবাহিতা) সাদিয়া আয-যাহরা (বিবাহিতা) ও মুবাশ্শারা আয-যাহরা, অনার্স ১ম বর্ষে অধ্যয়নরত। তিনি ১৯৯৩, ২০০৯ সনে একক ও ২০১৮ ইং সনে স্বপরিবারে হজ্জ্বব্রত পালন করেন। তাছাড়া সৌদি রাজকীয় সরকারের আমন্ত্রণে ২০১৬ সালে রমজান মাসে উমরাহ পালন করেন।

বর্তমানে তিনি ৪৫২ মিরহাজিরবাগ, যাত্রাবাড়ী, ঢাকায় অবস্থান করছেন এবং তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ পদে কর্মরত আছেন। ড. আবু ইউছুফ খান শিক্ষা বিস্তারে জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান, কমিটি ও প্রোগ্রামের সাথে ওতোপ্রতোভাবে সক্রিয় রয়েছেন।

শিক্ষা জীবনঃ

প্রাথমিক শিক্ষাঃ পিতা বিশিষ্ট আলেমে দ্বীন মরহুম মাওলানা মফিজ উদ্দিনের নিকট প্রাথমিক শিক্ষার হাতে খড়ি। অতঃপর নেত্রকোনা জামিয়া মিফতাহুল উলুমে ইয়াজদাহম (পঞ্চম শ্রেণি) পর্যন্ত পড়াশোনা করার পর ময়মনসিংহ শহরের উপকন্ঠে প্রতিষ্ঠিত উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ও রাজনীতিজ্ঞ মরহুম মাওলানা আতহার আলী (রঃ) এর পরিচালিত আল জামেয়াতুল ইসলামিয়া মোমেনশাহী, থেকে নাহুমীর ও হেদায়েতুন্নাহু শিক্ষা লাভ করেন। অতঃপর জ্ঞানের তৃষ্ণা নিবারণের উদ্দেশ্যে রাজধানী ঢাকায় পাড়ি জমান। ঢাকাস্থ জামিয়াতুল উলুম এমদাদিয়া ফরিদাবাদ মাদরাসা থেকে কাফিয়া সহ অপরাপর জ্ঞানের বিভিন্ন শাখায় বিচরণ করে ব্যাপক ব্যুৎপত্তি লাভ করেন। এরপর তিনি ইলমের উচ্চ মাকামে পৌঁছার উদ্দেশ্যে ঢাকার লালবাগে প্রতিষ্ঠিত প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আলজামিয়াতুল কুরআন আল আরাবিয়্যাহ এ গমন করেন। সেখানে তিনি শরহে জামি থেকে দারসে নেজামি ধারার উচ্চতর ডিগ্রি দাওরায়ে হাদীস অর্জন করেন। ছাত্র জীবনে তিনি নেতৃত্বের গুণাবলী অর্জনে কোন অংশেই পিছিয়ে ছিলেন না। তিনি ছাত্রদের নানাবিধ সমস্যা সামাধানের জন্য আন্তরিকভাবে কাজ করতেন। ফলশ্রæতিতে অত্র প্রতিষ্ঠানের ছাত্রদের প্রত্যক্ষ ভোটে দুই বছরের জন্য ছাত্র জমিয়তের ভিপি নির্বাচিত হন। এই জ্ঞানসাধক দরসে নেজামী ধারার শিক্ষা লাভ করেই পরিতৃপ্ত হতে পারেন নি। পাশাপাশি তিনি আলিয়া ধারার শিক্ষা অর্জনেও ব্রতী হন। যথাক্রমে  দাখিল, আলিম (সমমান এস.এস.সি) মনকান্দা ইসলামিয়া আলিম মাদরাসা, ১৯৮৪ সন, প্রথম বিভাগ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড, ঢাকা। ৩) ফাজিল (সমমান-এইচ.এস. সি) মুক্তাগাছা আব্বাসিয়া কামিল মাদরাসা, ১৯৮৬ সন, প্রথম বিভাগ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড, ঢাকা। ৪) দাওরা-ই হাদীস ১৯৮৫ সন, প্রথম বিভাগে তৃতীয় স্থান, আল জামেয়াতুল কোরআন আল আরাবিয়া, লালবাগ ঢাকা। ৫) কামিল ফিকহ্ সরকারি মাদরাসায়ে আলিয়া ঢাকা, ১৯৯০ সন, প্রথম বিভাগ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড, ঢাকা। ৬) বি. এ. (পাস) ঢাকা কলেজ, ঢাকা ১৯৯০ সন, দ্বিতীয় শ্রেণি ঢাকা বিশ্ববিদ্যালয়। ৭) এম. এ. (প্রিলিমিনারী) আরবী ভাষা ও সাহিত্য, ১৯৯৪ সন, প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান, বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর।  ৮) একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৫ সালে আরবী ভাষা ও সাহিত্যে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে এম. এ. ডিগ্রি লাভ করেন।

ড. আবু ইউছুফ খান ২০০৯ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু গ্রন্থ রচনাকারী, ইসলামী চিন্তাবিদ, বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল মাবুদ সাহেবের অধিনে (আরবী ভাষা ও সাহিত্য বিভাগ) আব্দুল্লাহ ইবনে আল  মোবারক (রঃ) অনুসন্ধর্ভ “উলুমুল হাদীস এন্ড এরাবিক পয়েট্রি” এর উপর পি.এইচ. ডি ডিগ্রি অর্জন করেন। তিনি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে দেশের সীমানা পেরিয়ে পূর্ন্য ভূমি সুদূর আরবে গমন করেন। এখানে তিনি “সার্টিফিকেট অফ প্রফিসিয়েন্সি ইন এরাবিক লেংগুয়েজ” ( ৬ সেমিস্টার), ফলাফল এক্সিলেন্ট ১৯৯৩ সন কিং সাউদ ইউনিভার্সিটি, রিয়াদ,(কঝঅ)

১৯৯৩ সনে কিংসাউদ ইউনিভার্সিটি, রিয়াদ, কঝঅ থেকে “সার্টিফিকেট কোর্স অব ইসলামিক শরীয়া” ফলাফল এক্সিলেন্ট, সনদ প্রাপ্ত হন। তাছাড়া তিনি উক্ত বিশ্ববিদ্যালয় থেকে  “এরাবিক ক্যালিওগ্রাফি” এর উপরও সার্টিফিকেট লাভ করেন। আধুনিক তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটার লিটারেচারীর বিকল্প নেই এমনকি অফিস ম্যানেজমেন্ট এর ক্ষেত্রেও এর প্রয়োজনীয়তা অধিক বিধায় তিনি একজন যোগ্য প্রশাসক হিসাবে ঋঁহফধসবহঃধষ ড়ভ ঈড়সঢ়ঁঃবৎ. র) গঝ. ঙভভরপব. রর) চড়বিৎ চড়রহঃ ও  ররর) ওহঃবৎহবঃ এর উপর প্রশিক্ষণ গ্রহণ করেন।

ভাষাগত দক্ষতাঃ

অধ্যক্ষ ড. আবু ইউছুফ খান আরবী, বাংলা ও উর্দুতে বলা ও লেখায় সমান পারদর্শিতা অর্জন করেছেন। শুধু তাই নয় তিনি ইংরেজী ও ফার্সী ভাষাও রপ্ত করেছেন।

কর্মজীবনঃ

কর্ম জীবনে তিনি একজন আলোকিত মানুষ। তাঁর আলোর দ্যুতি ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মস্থলে। তিনি প্রথমে ১) মুন্সিগঞ্জ জেলার জামিয়ায়ে হালিমিয়ায়  নাজেমে তা’লিমাত হিসেবে কর্ম জীবনের শুভ সূচনা করেন। ২) সমম্বয়ক, ক্যালপ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুুক্ত বিশ্ববিদ্যালয়। (৩) খন্ডকালীন শিক্ষক, এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ (২০০৬- ২০০৭) (৪) ভূতপূর্ব লেকচারার “আরবী ভাষা কোর্স” বাংলাদেশ উন্মুক্ত বিশ্যাবিদ্যালয়, গাজীপুর, ১৯৮৯-১৯৯৪ ইং (৫) লেকচরার “আরবী ভাষা (১৯৮৯-১৯৯৪) তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ( ৬) সহকারী অধ্যাপক (আল-হাদীস) ১৯৯৪-২০০০  (৭) ভাইস প্রিন্সিপাল (২০০০- ২০১৯) (৮) প্রিন্সিপাল (২০১৯ থেকে চলমান) তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকায় কর্মরত আছেন।

অতিরিক্ত দায়িত্বঃ

ড. খান জাতীয় ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কর্ম তৎপর আছেন। বর্তমানে তিনি  সদস্য, সম্পাদনা পরিষদ, আরবী, বাংলা অভিধান, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।  প্রধান সম্পাদক, মাদরাসা ম্যাগাজিন। প্রধান পরীক্ষক, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ঢাকা। পরীক্ষক ইসলামী আরবী বিশ্যবিদ্যালয়, ঢাকা। প্রধান পরীক্ষক এন.টি. আর সি. এ. (ঘঞজঈঅ). মেম্বারঃ কারিকুলাম কমিটি, ইসলামিক ইউনিভার্সিটি মাদরাসা উইং ২০০৭। বিশেষজ্ঞঃ ন্যাশনাল কারিকুলাম এন্ড টেকস্ট বুক বোর্ড, মাদরাসা উইং। সাবেক খতিব সূত্রাপুর ঐতিহ্যবাহী জামে মসজিদ ঢাকা। বর্তমান খতিব তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ঢাকায় নিরলস সেবা দিয়ে যাচ্ছেন।

প্রকাশনাঃ

ড. আবু ইউছুফ খান দেশ ও জাতীর খেদমতে ছোট বড় কলেবরে এ পর্যন্ত ১৯টি গ্রন্থ রচনা করেন এবং ১০টি গ্রন্থ অনুবাদ করেন। যা নিম্নরূপঃ

ক্রম  বোর্ডের পাঠ্য বই  শ্রেণি  বোর্ড
01 সচিত্র আরবী পথ মোট পৃষ্ঠা-৩২ ৬ষ্ঠ  শ্রেণিজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা
02 মাধ্যমিক আরবী, মোট পৃষ্ঠা-২৮৮ নবম ও দশম শ্রেণি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা
03 উচ্চ মাধ্যমিক আরাবী ১ম পত্র  মোট পৃষ্ঠা-২৫২, ১৯৯৮-১৯৯৯ একাদশ ও দ্বাদশ শ্রেণি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা
04 উচ্চ মাধ্যমিক আরাবী ২য় পত্র মোট পৃষ্ঠা-৪০৮ একাদশ ও দ্বাদশ শ্রেণি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা
05 আদ্দুরুসুল আরাবিয়্যাহ মোট পৃষ্ঠা-৪৭ ১ম শ্রেণি  বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা।
06 আদ্দুরুসুল আরাবিয়্যাহ মোট পৃষ্ঠা-৩৭ ২য় শ্রেণি শ্রেণি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা।
07 আদ্দুরুসুল আরাবিয়্যাহ মোট পৃষ্ঠা-৪৮ ৩য় শ্রেণি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা।
08 আদ্দুরুসুল আরাবিয়্যাহ মোট পৃষ্ঠা-৬৮ ৪র্থ শ্রেণি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা।
09 আদ্দুরুসুল আরাবিয়্যাহ মোট পৃষ্ঠা-৬৮ ৫ম শ্রেণি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা।
10 আদ্দুরুসুল আরাবিয়্যাহ মোট পৃষ্ঠা-৯৮ ৬ষ্ঠ শ্রেণি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা।
11 আদ্দুরুসুল আরাবিয়্যাহ মোট পৃষ্ঠা-১১০ ৭ম শ্রেণি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা।
12 আদ্দুরুসুল আরাবিয়্যাহ মোট পৃষ্ঠা-১৫২ ৮ম শ্রেণি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা।
13 আলমুনতাখাবুল আরাবিয়্যাহ মোট পৃষ্ঠা-৩০০ দাখিল শ্রেণি (এস.এস.সি.) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা।
14 আলমুনতাখাবুল আরাবিয়্যাহ মোট পৃষ্ঠা-২৮৭ আলিম শ্রেণি (এইস.এস.সি.) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা।
15 কিতাবুল ইনশা মোট পৃষ্ঠা-৫০ ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা।
16 মাসায়েলুল উদাহিয়্যা ও তারকিবিয়্যাহ মোট পৃষ্ঠা-৬৫   ইসলামিক ইউনিভার্সিটি
17 প্রবন্ধ আরাটিক্যাল “বিশ্বায়নে আরবি ভাষা ও সাহিত্য” পৃঃ- ১০     ইসলামী ফাউন্ডেশন পত্রিকা অক্টোবর সংখ্যা ২০০৪
18 “মেথড অব টিচিং” তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ম্যাগাজিন – ২০০৪  
19 Articale “Significance on Arabic language and its impact on social life” তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ম্যাগাজিন  
20 হজ্জ্ব গাইড প্রকাশক, নয়া দিগন্ত – ২০০৯, পৃঃ-৮০    
21 আল কুরআনের দু’য়ার আয়াতসমূহ, তাযকীর পাবলিকেশন্স- ২০১০, পৃঃ-৮০    
22 ইলমুত তাযকীর বাংলাদেশ ইসলামীকসেন্টার, ঢাকা, গবেষণা পত্র সংকলণ ০১, ২০০৭, পৃঃ-১০৫    
23 সম্পদ বৃদ্ধির উপায়, তাযকীর পাবলিকেশন্স, ২০১১ সন, পৃঃ-৯৫    
24 শিশুর উন্নত জীবন গঠনে আদর্শ পিতা-মাতা, তাযকীর পাবলিকেশন্স, ২০১৬ পৃঃ-৯৬    
25 কাবার পথের যাত্রী (সম্পাদনা) দারুল হিকমাহ বাংলাদেশ। পৃঃ – ১৬৮    

অনুদিত গ্রন্থঃ

ক্রম বোর্ডের পাঠ্য বই শ্রেণি বোর্ড
01 আনওয়ারুল কোরআন ওয়াত্বাজবীদ লি আল আতফাল সূরাতুল ফীল থেকে সূরাতুন্নিসা। ৬ষ্ঠ শ্রেণি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা 
02 আনওয়ারুল কোরআন ওয়াত্বাজবীদ লি আল আতফাল সূরাতুল আদ দোহা থেকে সূরা আল হুমাজা। ৭ম শ্রেণি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা
03 আনওয়ারুল কোরআন ওয়াত্বাজবীদ লি আল আতফাল সূরা আন নাবা থেকে সূরা আল লাইল পর্যন্ত। ৮ম শ্রেণি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা
04 আনওয়ারুল কোরআন ওয়াত্বাজবীদ লি আল আতফাল সূরা ফাতিহা থেকে সূরা আল বাকারা পর্যন্ত। ৯ম শ্রেণি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা
05 শরহে মিশকাত আল মিছবাহ, কিতাব আল আদাব থেকে বাব আস্সালাম, বাব আল মুতাহাররাহ ওয়াল আসাবিয়্যাহ। ১০ম শ্রেণি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা
06 আনওয়ারুল কোরআন।   বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা
07 শরহে মিশকাত আল মিছবাহ, কিতাব আল আদাব থেকে বাব আল বিরআ আসসালেহ থেকে, কিতাব আল আদাব শেষ পর্যন্ত।   বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা
08 আল মুন্তাখাবুল আরাবিয়্যাহ। ৯ম , ১০ম পর্যন্ত। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা
09 রাওয়াউল বয়ান ফাজিল ( বি.এ) ফাজিলের সিলেবাস অনুযায়ী। ইসলামী বিশ্ববিদ্যলয়, কুষ্টিয়া 
10 তাফসীরে জালালাইন, ফাজিল ( বি.এ.)  ফাজিলের সিলেবাস অনুযায়ী। ইসলামী বিশ্ববিদ্যলয়, কুষ্টিয়া 

বিভিন্ন কোর্স ও প্রোগ্রামে অংশ গ্রহণঃ

অধ্যক্ষ ড. আবু ইউছুফ খান শিক্ষা ও গবেষণার কাজে সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছেন। এ উদ্দেশ্যে তিনি দেশ বিদেশের বিভিন্ন প্রোগ্রামে অংশ গ্রহণের একটি চিত্র নিম্নে তুলে ধরা হলো।

১)“এডুকেশন, এডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্ট” নায়েম ২৮ শে অক্টোবর থেকে ১৫ নভেম্বর এবং ১ লা জানুয়ারী থেকে ১৩ ই জানুয়ারী ২০০৫ পর্যন্ত। গ্রেড A+

২)“হাউ টু ডেভলপ প্রাইমারী এডুকেশন” আয়োজনে বাংলাদেশ সরকার

৩) ‘একটিং এন্ড ড্রামায়’ অংশগ্রহণ রিয়াদ ( KSA)

৪) “সাব রিজিওনাল কুরআনিক মিটিং” আয়োজনে কুরআন  মেমোরাইজেশন ইনস্টিটিউট (ISESCO)

৫) ইন্টারন্যাশনাল গ্রিন কনফারেন্স ২০১৬

৬) আন্তর্জাতিক ওয়ার্কশপ ও কনফারেন্স, বিষয় “রোল অব হায়ার এডুকেশন ইন ইন্টারকালচারাল ডায়ালগ এন্ড ইসট্রেনথিং অব ওয়ার্ল্ড পিস” ২৬ নভেম্বর থেকে ডিসেম্বর ২০১৫। ভ্যানু : জামেয়া মিল্লিয়া ইসলামিয়া ইন নিউ দেলহী ১১০০২৫ ইন্ডিয়া

৭) সার্টিফিকেট ট্রেনিং কোর্স “কম্পিউটার বেসিক এন্ড অফিস প্রোডাক্টিভিটি” (BKITCE) শিক্ষা মন্ত্রণালয়

দেশ ও দেশের বাহিরে আরো অনেক শিক্ষা ও গবেষণামূলক সুশীল কোর্সে তিনি অংশ গ্রহণ করেন।

বিষয়ভিত্তিক আলোচনা পেশঃ

একজন ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক হিসাবে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা, এন.সি.বি.টি, ঢাকা বাংলাদেশ, মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইন্সিটিটিউট, গাজীপুর, ঢাকায় ঐতিহাসিক বক্তব্য পেশ করেন।

বিদেশ সফরঃ

ড. আবু ইউছুফ খান বিদেশ সফরে যেমন জ্ঞান অর্জন করেন, তেমনি মহান ¯্রষ্টার সৃষ্টির রহস্য সম্পর্কেও ধারণা লাভ করেন। এতদুদ্দেশ্যে তিনি সিঙ্গাপুর, মালোয়েশিয়া, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত সফর করেন। এই সফরে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সাথে শিক্ষার পরিবেশ ও উন্নয়নের বিষয়ে মতবিনিময় করেন এবং বিভিন্ন জামে মসজিদে খুতবা প্রদান ও ধর্মীয় অনুষ্ঠানে আলোচনা পেশ করেন।

তাঁর সুযোগ্য শিক্ষক মন্ডলীঃ

উল্লেখ্য মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর (রহঃ)  (সন- ১৮৯৫ – ১৯৮৭. ) শাইখুল হাদীস মাওঃ মোঃ হেদায়েত উল্যাহ (রঃ), অধ্যক্ষ লালবাগ মাদরাসা (সন- ১৯১৪ – ১৯৯৬. ) মাওঃ আযিজুল হক (সন- ১৯১৯ – ২০১২. ) মাওঃ আব্দুল মজিদ ডাকুভী (সন- ) মাওঃ ফজলুল হক আমিনী (সন- ১৯৪৫ – ২০১২. ) মাওঃ মুজিবুর রহমান (সন- ১৯৩২ – ২০০৯.) মাওঃ আব্দুর রহীম। মাওঃ হাসান, নায়েবে মুহতামিম ফরিদাবাদ মাদরাসা। মুফতি আব্দুল হান্নান (রঃ) লন্ডন। মাওঃ মিয়া হোসাইন মুহাঃ। জামেয়া ইসলামিয়া মোমেনশাহী।  মাওঃ যয়নুদ্দিন (সন-১৯১৯ – ২০০৬.) মাওঃ মনজুরুল হক (নেত্রকোনা) (সন-১৯০৭ – ১৯৯২.) মাওঃ মিছবাহুজ্জামান। মাওঃ আব্দুস সোবাহান চট্টগ্রাম । মাওঃ বশির আহমেদ। প্রফেসর আব্দুল মান্নান (ঢা-বি)। মরহুম আব্দুস সালাম (নেত্রকোনা) । মরহুম মাওঃ মফিজ উদ্দিন খান (পিতা), জীবিতঃ মাওঃ ক্কারী শফিউদ্দিন। মাওঃ মনছুরুল হক। মাওঃ আব্দুল হাই (সন – ১৯৩৬ – ২০১৬. ) মাওঃ সোলায়মান নোমানী। মাওঃ ফজলুর রহমান। প্রফেসর ড. মাবুদ (ঢা-বি)। প্রফেসর ফজলুর রহমান (ঢা-বি)। প্রফেসর সিরাজ উদ্দিন  আহমাদ। ড. রাবেদী রিয়াদ। হাসান খামিজ মালেজী (সৌদি আরব)।  প্রফেসর ড. ইয়ামিন আলফি (সৌদি আরব)।  মুফতি মাওঃ ফজলুর রহমান। মাওঃ শামছুল আলম।

জ্ঞানগুরুবৃন্দ

ড. মুফতি আবু ইউছুফ খান যে সকল মহান ওস্তাদদের কাছে অধ্যয়ন করে আজ হাজারো আলেমের ওস্তাদ হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন এবং পরিণত হয়েছেন জ্ঞানের এক বটবৃক্ষে তাদের মধ্যে বিশ্বে খ্যাতি লাভ করেছেন এমন কয়েকজন ওস্তাদও রয়েছেন। তাঁর ওস্তাদদের মধ্যে অনেকে পরপাড়ে পাড়ি জমিয়েছেন। মহান আল্লাহ তা’লার দরবারে তাঁদের মাগফিরাত ও জান্নাতের আ’লা মাকামের জন্য প্রার্থনা করছি। আবার অনেকেই আমাদের মাঝে এখনো বেঁচে আছেন। তাদের সু-স্বাস্থ্য ও নেক হায়াত কামনা করছি। নিম্নে তাদের কয়েকজনের নাম উল্লেখ করা হলো।

০১। মোহাম্মদুল্লাহ হাফেজ্জি হুজুর (রহঃ)  ইবনে মাজাহ, নাসায়ী,মোয়াত্তায়ে মালেক, মুয়াত্তায়ে মুহাম্মাদ, তাহাবী শরীফ ০২। শাইখুল হাদীস মাওঃ মোঃ হেদায়েত উল্যাহ (রঃ), অধ্যক্ষ, লালবাগ মাদরাসা – মেশকাতুল মাসাবীহ, তিরমিজি ০৩। আল্লামা আযিজুল হক (রঃ) – বোখারী, হেদায়াতুল হিকমাহ ০৪। মাওঃ আব্দুল মজিদ ডাকুভী (রঃ) -বোখারী সানী, সাবউ মোল্লাকাত, লামইয়াজুল মোজেজাত ০৫। মাও ঃ আব্দুল মান্নান (রঃ) -মেশকাত ০৬। মাওঃ ফজলুল হক আমিনী (রঃ) (সাবেক এম পি) – মুখতাসারুল মায়ানী,হেদায়া, দুরুসুল বালাগাত, তা’লিমুল মুতায়াল্লিম ০৭। মাওঃ আজিবুর রহমান (রঃ) -হেদায়া, বাবে সালেম, সিরাজী, কুরআন মাজিদ ০৮। মাওঃ আব্দুর রহীম (রঃ)-হেদায়া , শরহে তাহজীব, শরহে বেকায়া ০৯। মাওঃ আব্দুর রহমান (রঃ)- তাওজিহ, মুসলিম শরিফ,হেদায়া, বায়হাকী, নূরুল আনোয়ার ১০। মাওঃ শামছুল আলম (রঃ) – আবুদাউদ, হেদায়া ১১। মাওঃ আলী আসগর (রঃ) – জালালাইন, মুসাল্লামাতুস সুবুত ১২। মুফতি মুঈদ (রঃ)-হেদায়া ১৩। মাওঃ মনছুরুল হক (রঃ)- উছুলে শাশী, উতরী, ছুল্লামুল উলুম, মেশকাত ১৪। মাওঃ আব্দুল হাই (রঃ)- আরবী সাহিত্য ১৫। মাওঃ হাসান (রঃ)- কাফিয়া শরীফ ১৬। প্রফেসর ড. আব্দুল মাবুদ (ঢা.বি) – এম ফিল , পি এইচ ডি ১৭। হাসান খামিজ মালেজী (সৌদি আরব) – আদব আল নসুম ( আরবী সাহিত্য) ১৮। প্রফেসর ফজলুর রহমান (ঢা-বি) – প্রাচীন আরবী পদ্য ১৯। কারী সফী উদ্দিন (রঃ) – প্রাথমিক শিক্ষা ২০। মাওঃ মফিজ উদ্দিন (রঃ)- মিজান, নাহুমীর , পাঞ্জেগাঞ্জ, ফার্সি পহেলি কিতাব ২১। ড. রাবেদী রিয়াদ – আল উলুম শরীয়া ২২। প্রফেসর সিরাজ উদ্দিন আহমাদ – আরবী সাহিত্য ২৩। মুফতি আব্দুল হান্নান লন্ডন – হেদায়া, আরবী কথোপোকথন ২৪। মাওঃ গোলাম মোস্তফা – আরবী সাহিত্য, নাফহাতুল ইয়ামান ২৫। মাওঃ যায়নুদ্দিন (রঃ) ফিকহ ২৬। মাওঃ আব্দুল মালেক (রঃ) – ফিকহ।

স্বনামধন্য ছাত্রবৃন্দঃ

অধ্যক্ষ ড. মুফতি মুহাম্মাদ আবু ইউছুফ খানের অক্লান্ত পরিশ্রম ও জ্ঞান বিতরণের বদৌলতে তাঁর ছাত্র-ছাত্রীরা আজ দেশের সরকারী-বেসরকারী স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয় , ব্যাংক, বীমা সহ বহু প্রতিষ্ঠানে উচ্চ পদে অধিষ্ঠিত। তাছাড়া অনেকেই সফল ব্যবসায়ী,  শিল্পপতি, এমনকি বিদেশের অনেক কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন।