শিক্ষা জীবন

পিতা বিশিষ্ট আলেমে দ্বীন মরহুম মাওলানা মফিজ উদ্দিনের নিকট প্রাথমিক শিক্ষার হাতে খড়ি। অতঃপর নেত্রকোনা জামিয়া মিফতাহুল উলুমে ইয়াজদাহম (পঞ্চম শ্রেণি) পর্যন্ত পড়াশোনা করার পর ময়মনসিংহ শহরের উপকন্ঠে প্রতিষ্ঠিত উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ও রাজনীতিজ্ঞ মরহুম মাওলানা আতহার আলী (রঃ) এর পরিচালিত আল জামেয়াতুল ইসলামিয়া মোমেনশাহী, থেকে নাহুমীর ও হেদায়েতুন্নাহু শিক্ষা লাভ করেন। অতঃপর জ্ঞানের তৃষ্ণা নিবারণের উদ্দেশ্যে রাজধানী ঢাকায় পাড়ি জমান। ঢাকাস্থ জামিয়াতুল উলুম এমদাদিয়া ফরিদাবাদ মাদরাসা থেকে কাফিয়া সহ অপরাপর জ্ঞানের বিভিন্ন শাখায় বিচরণ করে ব্যাপক ব্যুৎপত্তি লাভ করেন। এরপর তিনি ইলমের উচ্চ মাকামে পৌঁছার উদ্দেশ্যে ঢাকার লালবাগে প্রতিষ্ঠিত প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আলজামিয়াতুল কুরআন আল আরাবিয়্যাহ এ গমন করেন। সেখানে তিনি শরহে জামি থেকে দারসে নেজামি ধারার উচ্চতর ডিগ্রি দাওরায়ে হাদীস অর্জন করেন। ছাত্র জীবনে তিনি নেতৃত্বের গুণাবলী অর্জনে কোন অংশেই পিছিয়ে ছিলেন না। তিনি ছাত্রদের নানাবিধ সমস্যা সামাধানের জন্য আন্তরিকভাবে কাজ করতেন। ফলশ্রæতিতে অত্র প্রতিষ্ঠানের ছাত্রদের প্রত্যক্ষ ভোটে দুই বছরের জন্য ছাত্র জমিয়তের ভিপি নির্বাচিত হন। এই জ্ঞানসাধক দরসে নেজামী ধারার শিক্ষা লাভ করেই পরিতৃপ্ত হতে পারেন নি। পাশাপাশি তিনি আলিয়া ধারার শিক্ষা অর্জনেও ব্রতী হন। যথাক্রমে  দাখিল, আলিম (সমমান এস.এস.সি) মনকান্দা ইসলামিয়া আলিম মাদরাসা, ১৯৮৪ সন, প্রথম বিভাগ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড, ঢাকা। ৩) ফাজিল (সমমান-এইচ.এস. সি) মুক্তাগাছা আব্বাসিয়া কামিল মাদরাসা, ১৯৮৬ সন, প্রথম বিভাগ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড, ঢাকা। ৪) দাওরা-ই হাদীস ১৯৮৫ সন, প্রথম বিভাগে তৃতীয় স্থান, আল জামেয়াতুল কোরআন আল আরাবিয়া, লালবাগ ঢাকা। ৫) কামিল ফিকহ্ সরকারি মাদরাসায়ে আলিয়া ঢাকা, ১৯৯০ সন, প্রথম বিভাগ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড, ঢাকা। ৬) বি. এ. (পাস) ঢাকা কলেজ, ঢাকা ১৯৯০ সন, দ্বিতীয় শ্রেণি ঢাকা বিশ্ববিদ্যালয়। ৭) এম. এ. (প্রিলিমিনারী) আরবী ভাষা ও সাহিত্য, ১৯৯৪ সন, প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান, বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর।  ৮) একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৫ সালে আরবী ভাষা ও সাহিত্যে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে এম. এ. ডিগ্রি লাভ করেন।

ড. আবু ইউছুফ খান ২০০৯ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু গ্রন্থ রচনাকারী, ইসলামী চিন্তাবিদ, বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল মাবুদ সাহেবের অধিনে (আরবী ভাষা ও সাহিত্য বিভাগ) আব্দুল্লাহ ইবনে আল  মোবারক (রঃ) অনুসন্ধর্ভ “উলুমুল হাদীস এন্ড এরাবিক পয়েট্রি” এর উপর পি.এইচ. ডি ডিগ্রি অর্জন করেন। তিনি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে দেশের সীমানা পেরিয়ে পূর্ন্য ভূমি সুদূর আরবে গমন করেন। এখানে তিনি “সার্টিফিকেট অফ প্রফিসিয়েন্সি ইন এরাবিক লেংগুয়েজ” ( ৬ সেমিস্টার), ফলাফল এক্সিলেন্ট ১৯৯৩ সন কিং সাউদ ইউনিভার্সিটি, রিয়াদ,(কঝঅ)

১৯৯৩ সনে কিংসাউদ ইউনিভার্সিটি, রিয়াদ, কঝঅ থেকে “সার্টিফিকেট কোর্স অব ইসলামিক শরীয়া” ফলাফল এক্সিলেন্ট, সনদ প্রাপ্ত হন। তাছাড়া তিনি উক্ত বিশ্ববিদ্যালয় থেকে  “এরাবিক ক্যালিওগ্রাফি” এর উপরও সার্টিফিকেট লাভ করেন। আধুনিক তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটার লিটারেচারীর বিকল্প নেই এমনকি অফিস ম্যানেজমেন্ট এর ক্ষেত্রেও এর প্রয়োজনীয়তা অধিক বিধায় তিনি একজন যোগ্য প্রশাসক হিসাবে ঋঁহফধসবহঃধষ ড়ভ ঈড়সঢ়ঁঃবৎ. র) গঝ. ঙভভরপব. রর) চড়বিৎ চড়রহঃ ও  ররর) ওহঃবৎহবঃ এর উপর প্রশিক্ষণ গ্রহণ করেন।

ভাষাগত দক্ষতাঃ

অধ্যক্ষ ড. আবু ইউছুফ খান আরবী, বাংলা ও উর্দুতে বলা ও লেখায় সমান পারদর্শিতা অর্জন করেছেন। শুধু তাই নয় তিনি ইংরেজী ও ফার্সী ভাষাও রপ্ত করেছেন।