জাতীয় সম্মাননা
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ ড. মুহাম্মদ আবু ইউছুফ খান
———————————————————————–
আজ ২১ জুন ২০২২ সোমবার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর জাতীয় পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউটের মিলানায়তনে। এ বর্ণাঢ্য অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটেগরিতে শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবারের আয়োজনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) হিসেবে নির্বাচিত হয়েছেন ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সম্মানিত অধ্যক্ষ, বরেন্য শিক্ষাবিদ, বিশিষ্ট গবেষক, শায়খুল হাদীস ড. মুফতি মুহাম্মাদ আবু ইউছুফ খান।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাননীয় সচিব জনাব মো: আবু বকর ছিদ্দীক এর সভাপতিত্বে জাতীয় পর্যায়ে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি, বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরী ও মাদরাসা শিক্ষা বিভাগের মাননীয় সচিব জনাব মো: কামাল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা এর মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
এর আগে অধ্যক্ষ ড. মুফতি মুহাম্মাদ আবু ইউছুফ খান পর্যায়ক্রমে থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (মাদরসা) নির্বাচিত হওয়ার পরে জাতীয় পর্যায়ে সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ আয়োজক কমিটির এক প্রতিযোগিতামূলক সাক্ষাতকারের মাধ্যমে চুড়ান্ত ভাবে দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) হিসেবে মনোনীত হন।
তিনি তাঁর এ কৃতিত্বপূর্ণ সফলতায় মহান আল্লাহর দরবারে অশেষ শুকুরিয়া ও বিনয়বনত প্রশংসা জ্ঞাপন করেন। তাঁর এ অনবদ্য সফলতার জন্য তা’মীরুল মিল্লাত পরিবারের পক্ষ থেকে জানানো হয় প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা ও মুবারকবাদ।
কর্ম জীবনে তিনি একজন আলোকিত মানুষ। তাঁর আলোর দ্যুতি ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মস্থলে। তিনি প্রথমে ১) মুন্সিগঞ্জ জেলার জামিয়ায়ে হালিমিয়ায় নাজেমে তা’লিমাত হিসেবে কর্ম জীবনের শুভ সূচনা করেন। ২) সমম্বয়ক, ক্যালপ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুুক্ত বিশ্ববিদ্যালয়। (৩) খন্ডকালীন শিক্ষক, এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ (২০০৬- ২০০৭) (৪) ভূতপূর্ব লেকচারার “আরবী ভাষা কোর্স” বাংলাদেশ উন্মুক্ত বিশ্যাবিদ্যালয়, গাজীপুর, ১৯৮৯-১৯৯৪ ইং (৫) লেকচরার “আরবী ভাষা (১৯৮৯-১৯৯৪) তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ( ৬) সহকারী অধ্যাপক (আল-হাদীস) ১৯৯৪-২০০০ (৭) ভাইস প্রিন্সিপাল (২০০০- ২০১৯) (৮) প্রিন্সিপাল (২০১৯ থেকে চলমান) তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকায় কর্মরত আছেন।