ভূমিকা
উন্নয়নের জন্য প্রয়োজন সম্পদ। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সবক্ষেত্রের সাফল্য নির্ভর করে সম্পদের ওপর। ভুখানাঙ্গা, অভুক্ত, অর্ধভুক্ত ও নির্যাতিত জনতার গ্লানি দূর করতে সম্পদের ভূমিকাই মুখ্য। বর্তমান বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন। পুঁজিবাদ তথা নিজের উপার্জিত ধন-সম্পদের মালিক নিজেই, এতে অন্য কারো অংশ বা অধিকার নেই, কমিউনিজম অর্থাৎ ধন-সম্পদের যাবতীয় উপায়-উপাদান সমাজের ব্যক্তিবর্গের সম্মিলিত মালিকানা, ব্যক্তির ইচ্ছামত এতে হস্তপেক্ষপ এবং ব্যক্তিগতভাবে এর মুনাফা গ্রহণ করার কোন অধিকার নেই, এ দু’ অর্থব্যবস্থার মুখ থুবড়ে পড়ায় তৃতীয় একটি ভারসাম্যপূর্ণ অর্থব্যবস্থা বর্তমান সমাজের অপরিহার্য দাবী, আর এটিই হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। The Islamic system is balanced and places everything in its right place.
সম্পদ অর্জন
ইসলামে সম্পদ খুবই গুরুত্বপূর্ণ। সম্পদ ছাড়া সকলের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্য অর্জিত হতে পারে না। এ জন্যেই হালাল রুজির জন্য চেষ্টা চালানোর তাগিদ দিয়েছে ইসলাম। প্রত্যেক মুমিন ব্যক্তি তার যোগ্যতা অনুযায়ী চাহিদা পূরণে নিজের প্রচেষ্টাকে কাজে লাগাবে। নিজের, পরিবারের ও সমাজের জন্য সাধ্যানুযায়ী চেষ্টা করা প্রত্যেক মানুষের জন্য কর্তব্য। ইসলাম প্রত্যেক সক্ষম ব্যক্তিকে নিজের প্রয়োজন পূরণের জন্য, নিজের পরিবার-পরিজনকে অভাবমুক্ত রাখা ও আল্লাহর পথে ব্যয়ের জন্য জীবিকা উপার্জনের নির্দেশ দান করেছেন। ধন-সম্পদ অর্জনের প্রতি ইসলাম উৎসাহ দিয়েছে। বৈধভাবে সম্পদ অর্জনে ইসলামে কোন বাধা নেই। সৃষ্টি জগতের সবকিছুই মানুষের রুজি রোজগারের জন্য আল্লাহর নেয়ামত থেকে বুদ্ধি ও মেহনতের মাধ্যমে রুজি-রোজগার কামাই করে খেতে হবে। এ ক্ষেত্রে সকলের হক সমান। জীবিকার জন্য যা অপরিহার্য তা সকলের জন্যই সমান। জীবিকার প্রয়োজন হতে বঞ্চিত থাকা ও কাউকে বঞ্চিত করা হারাম। এ পৃথিবী থেকে সম্পদ আহরণ করা, আয় উপার্জন করা এবং এ লক্ষ্যে ব্যবসা-বণিজ্য করা, চাকুরী করা স্বয়ং আল্লাহর ইচ্ছারই বাস্তবায়ন। সালাত শেষ হলে আল্লাহ প্রদত্ত রিযিকের সন্ধানে-সম্পদ অন্বেষণের বেরিয়ে পড়ার নির্দেশ রয়েছে। আল্লা তা’আলা বলেন-
فَاِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوْا فِي الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللهِ-
যখন সালাত শেষ হয়ে যায় তখন ভূ-পৃষ্ঠে ছড়িয়ে পড়ে এবং আল্লাহর ফযল (রিযিক) অনুসন্ধান কর।১
وَجَعَلْنَا ايَةَ النَّهَارِ مُبْصِرَةً لِّتَبْتَغُوْا فَضْلًا مِّنْ رَّبِكُمْ-
এবং দিবসের নিদর্শনকে আমি আলোকপ্রদ করেছি, যাতে তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ (জীবিকা) অনুসন্ধান করতে পার।২ وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا এবং দিন আহরণের সময়করেছি।৩
وَلَقَدْ مَكَّنّكُمْ فِى الْاَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيْهَا مَعَايِشَ-
আমি তোমাদেরকে পৃথিবীতে ঠাঁই দিয়েছি এবং তোমাদের জীবিকা নির্দিষ্ট করে দিয়েছি।৪
هُوَ الَّذِيْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ ذَلُوْلًا فَامْشُوْا فِيْ مَنَاكِبِهَا وَكُلُوْا مِنْ رِّزْقِه- وَاِلَيْهِ النُّشُوْرُ-
১ আল-কুরআনুল কারীম, সূরা আল-জুমুআ-১০
২ সূরা বনী ইসরাইল-১২
৩ সূরা আন নাবা-১১
৪ সূরা আল আরাফ-১০
তিনিই তোমাদের জন্য যমীনকে কর্ষণযোগ্য করে দিয়েছেন, অতএব তোমরা তার দিক দিগন্তে ছড়িয়ে পড় এবং তার দেয়া আহার্য গ্রহণ কর। পুনরুত্থান তো তাঁরই নিকট।৫
لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوْا فَضْلًا مِّنْ رَّبِّكُمْ-
তোমাদের উপর তোমাদের পালনকর্তার অনুগ্রহ অনুসন্ধানে কোন দোষ নেই।৬ আরোও স্পষ্টভাবে বলা হয়েছে-
وَلَا تَؤْتُوا السُّفَهَآءَ اَمْوَالَكُمُ الَّتِيْ جَعَلَ اللهُ لَكُمْ قِيمًا-
তোমাদের সম্পদ যা আল্লাহ তোমাদের জন্য উপজীবিকা করেছেন তা নির্বোধদের হাতে অর্পণ করো না।৭
وَلَا تَنْسَ نَصِيَْكَ مِنَ الدُّنْيَا
তোমাদের দুনিয়ার অংশের কথা ভুলে যেও না।৮
মহানবী (স.) বলেন-
طلب كسب الحلال فريضة بعد الفريضة
প্রতিটি মুসলমানদের জন্য বৈধ জীবিকা উপার্জন ফরয আদায়ের পর বাধ্যতামূলক।৯ তিনি এ বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করার জন্য বলেন-
ما كسب الرجل كسبا أطيب من عمل يده
‘কোন ব্যক্তি তার নিজের প্রচেষ্টায় যা উপার্জন করে তার জন্য এর চেয়ে উত্তম আর কিছু হতে পারে না।১০
দ্বিতীয় খলীফা হযরত উমার (রা.) নিজের জীবিকা নিজেই উপার্জনে ইসলামী অনুশাসনের প্রতি জোর দিয়েছেন। মানব মর্যাদার একটি অপরিহার্য অনুসিন্ধান্ত হচ্ছে ব্যক্তিকে তার স্বীয় প্রচেষ্টার মাধ্যমেই প্রয়োজন পূরণ করতে হবে, সে অনুসারে ফকীহগণ প্রত্যেক মানুষের তার নিজের পরিবার পরিজনের প্রয়োজন পূরণের লক্ষ্যে উপার্জন করাকে ব্যক্তিগত দায়-দায়িত্ব (ফরয আইন) আখ্যা দিয়েছে।
اليد العليا خير من اليد السفلى
যে হাত উপরে আছে তা নীচে পেতে রাখা হাতের চেয়ে উত্তম।১১
৫ সূরা আল মুলক-১৫
৬ সূরা আল-বাকারা-১৯৮
৭ সূরা আন নিসা-০৫
৮ সূরা আল কাসাস-৭৭
৯ আল বাইহাকী, আস সুনান আল কুবরা, আল মাকতাবাতুশ শামেলা (২য় এডিশন, খণ্ড-৬), পৃষ্ঠা-৩৫৫।
১০ ৭ঃ সুনানে ইবনে মাজাহ, আল মাকতাবাতুস আশ শামেলা (২য় এডিশন, খণ্ড-৬), হাদীস নং-২১৩৯, পৃষ্ঠা-৩৫৫।
১১ সহীহ আল বুখারী, আল মাকতাবাতুস আশ শামেলা (২য় এডিশন, খণ্ড-৬), পৃষ্ঠা-২৪৮, নং-১৩৩৮।
সম্পদ অর্জনের উপাদান
সম্পদ অর্জনের উপাদান হচ্ছে ৪টি। যথা- কৃষি, শিল্প, ব্যবসা ও চাকরি। ইসলাম এ চারটি উপাদান কাজে লাগানোর জন্য সুনির্দিষ্ট নীতিমালা দিয়েছে।
১. কৃষি
সৃষ্টিকুলের খাদ্যের যোগান দেয় কৃষি। মহান রাব্বুল আলামীন মানুষের কৃষি কাজের সুবিধার্থে পৃথিবীর মাটি ও ভূমিকে উৎপাদন ও ফসল ফলানোর উপযোগী বানিয়েছেন। আল্লাহ তা’আলা বলেন-
وَاللهُ جَعَلَ لَكُمُ الْاَرْضَ بِسَاطًا (১৯) لِّتَسْلُكُوْا مِنْهَا سُبُلًا فِجَاجًا (২০)
আল্লাহ তা’আলা তোমাদের জন্য জমিনকে মেঝে বানিয়ে দিয়েছেন, যেন তোমরা তার উপর অবস্থিত উন্মুক্ত পথে মাঠে চলাচল করতে পার। পবিত্র কুরআনের অন্যত্র এসেছে-
وَالْاَرْضَ وَضَعَهَا لِلْاَنَامِ (১০) فِيْهَا فَاكِهَةٌ وَّالنَّخْلُ ذَاتُ الْاَكْمَامِ (১১) وَالْحَُّ ذُوْ الْعَصْفِ وَالرَّيْحَانُ (১২) فَبِأَىِّ الَآءِ رَبِّكُمَا تُكَذِّبنِ (১৩)
জমিনকে আল্লাহ তা’আলা সৃষ্টি জীবের জন্য বানিয়েছেন, তাতে ফলমুল, খেজুর গাছ যার ফল আবরণ যুক্ত এবং দানাবিশিষ্ট ও সুগন্ধিযুক্ত ফুল রয়েছে। তা হলে তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে? কৃষি জমিকে উৎপাদনের উপযোগী করার নিমিত্ত মহান আল্লাহ বৃষ্টি প্রদান করেন। পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে-
وَهُوَ الَّذِيْ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَاءً فَأَخْرَجْنَا بِه نَبَاتِ كُلِّ شَيْءٍ فَأَخْرَجْنَا مِنْهُ خَضِرًا نُّخْرِجُ مِنْهُ حَبًّا مُّتَرَاكِبًا-
এবং তিনিই আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেন। পরে তার সাহায্যে সর্বপ্রকার উদ্ভিদ, গাছপালা উৎপাদন করি, পরে তাতে সবুজ শ্যামল তাজা পাতা ও শাখা-প্রশাখা বের করি, তা থেকে ঘনসন্নিবিষ্ট শস্য-দানা উৎপাদন করি। আল্লাহ তা’আলা আরো বলেন-
فَلْيَنْظُرِ الْاِنْسَانُ إِلى طَعَامِه (২৪) اَنَّا صَبَبْنَا الْمَآءَ صَبًّا (২৫) ثُمَّ شَقَقْنَا الْاَرْضَ ضَقَّا (২৬) فَاَنْبَتْنَا فِيْهَا حَبًّا (২৭) وَّ عِنَبًا وَّ قَضْبًا (২৮) وَ زَيْتُوْنًا وَّ نَخْلًا (২৯) وَحَدَآئِقَ غُلْبًا (৩০) وَفَاكِهَةً وَّ اَبًّا (৩১) مَّتَاعًا لَّكُمْ وَلِاَنْعَا مِكُمْ (৩২)
মানুষের কর্তব্য তার খাদ্যের প্রতি দৃষ্টি দেয়া, চিন্তা করা। আমিই বৃষ্টি বর্ষণ করি, পরে জমি বিস্ময়করভাবে বিদীর্ণ করি। আর তাতে শস্য, আঙ্গুর, শাক-সবজি, তরি-তরকারী, যয়তুন, খেজুর, বহুবৃক্ষবিশিষ্ট উদ্যান, ফল এবং গবাদি-খাদ্য উৎপাদন করি, তোমাদের ও তোমাদের পশুর ভোগের জন্য। কৃষি উৎপাদন বাতাস ও বৃষ্টির উপর নির্ভরশীল। কেননা বাতাসের সাহায্যে মেঘমালা চলাচল করে এবং উদ্ভিদসমূহ ফলে-ফুলে সুশোভিত হয়। এ ব্যাপারে আল্লাহর ইরশাদ হচ্ছে-
وَالْاَرْضَ مَدَدْنهَا وَاَلْقَيْنَا فِيْهَا رَوَاسِيَ وَاَنْبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ شَيْءٍ مَّوْزُوْنٍ (১৯) وَجَعَلْنَا لَكُمْ فِيْهَا مَعَايِشَ وَمَنْ لَّسْتُمْ لَه بِرزِقِيْنَ (২০) وَاِنْ مِّنْ شَيْءٍ اِلَّا عِنْدَنَا خَزَآئِنُه وَمَا نُنَزِّلْه اِلَّا بِقَدَرٍ مَّعْلُوْمٍ (২১) وَاَرْسَلْنَا الرِّيحَ لَوَاقِحَ فَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً فَاَسْقَيْنكُمُوْهُ وَمَا أَنْتُمْ لَه بِخزِنِيْنَ (২২)
পৃথিবীকে আমি বিস্তৃত করেছি এবং এতে পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে প্রত্যেকটি জিনিস সুপরিকল্পিত ও পরিমিতভাবে উৎপাদন করেছি। তাতে জীবিকার ব্যবস্থা করেছি তোমাদের জন্য আর তোমরা যাদের রিযিকদাতা নও, তাদের জন্যও। আমার নিকট আছে প্রত্যেক বস্তুর ভাণ্ডার এবং আমি তা একটা জ্ঞাত পরিমাণেই সরবরাহ করে থাকি। আমি বৃষ্টি-গর্ভ বায়ু প্রেরণ করি, পরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি এবং তা তোমাদের পান করতে দিই, এই ভাণ্ডার-সঞ্চয় তোমাদের নিকট নেই।
আল্লাহ তা’আলা আরো বলেছেন-
وَمَا مِنْ دَآبَّةٍ فِي الْاَرْضِ اِلَّا عَلَى اللهِ رِزْقُهَا-
ভূপৃষ্ঠে বিচরণকারী সবার জীবিকার দায়িত্ব আল্লাহরই। পবিত্র কুরআনে এ ধরণের বহু আয়াত রয়েছে যেখানে আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন যে, পৃথিবীতে যা কিছু এছ সবকিছুর জীবিকার ব্যবস্থা মহান আল্লাহ পাক এই পৃথিবীতেই সৃষ্টি করে রেখেছেন। এ আলো-বাতাস, পাহাড়-পর্বত, বন-জঙ্গল, নদী-নালা, সাগর-মহাসাগর, সমভূমি-মরুভূমি সর্বত্র মহান আল্লাহ তাঁর সৃষ্ট জীবের জীবিকার অসীম উপকরণ রেখে দিয়েছেন- যার অংশ বিশেষও কিয়ামত পর্যন্ত নিঃশোষিত হবে না। আর কালাম-ই পাকের বিভিন্ন আয়াতে আল্লাহ তা’আলা তার সহজসাধ্যতার উপায়-উপকরণের দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন, যাতে মানুষ তা আহরণ করে জীবিকা নির্বাহ করতে পারে। আর এ পৃথিবীতে বিভিন্নভাবে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আল্লাহ তা’আলার এ নিয়ামত যে ব্যক্তি বা জাতি নিয়মিত ও পরিমিতভাবে আহরণ করতে পারে, সে ব্যক্তি জাতি ততো সমৃদ্ধশালী হবে। শুধু যে সমৃদ্ধশালী হবে তা-ই নয়, এ কাজের জন্য সওয়াব পাওয়া যাবে।
ما من مسلم يغرس غرسا أو يزرع زرعا فياكل منه طير أو إنسان أو بهيمة إلا كان له به صدقة
রাসূল (স.) বলেছেন- যে মুসলমান কোন গাছ লাগায় বা ক্ষেত করে, আর তা থেকে পাখি বা মানুষ যা খায়, তা তার জন্য দান হয়ে যায়।
২. শিল্প
ইসলাম কৃষি কাজের উৎসাহ দিয়েছে। তবে সকলে এ কাজে মগ্ন থাকা ইসলাম পছন্দ করে না। কেননা অর্থনৈতিক উন্নয়ন ও জাতীয় বিপদ-আপদের মোকাবেলা কেবল মাত্র কৃষি দ্বারা সম্ভব নয়। এ জন্য কৃষি কাজের সাথে সাথে শিল্প পেশার কাজ করাও জরুরী। এ আকাশ-বাতাস, বন-জঙ্গল, পাহাড়-পর্বত, সাগর-মহাসাগর, মাটি-বালি ও তার তলদেশে মহান আল্লাহ তা’আলা যে সম্পদ সৃষ্টি করে রেখেছেন, তার সদ্ব্যবহারের জন্য শিল্পোন্নয়ন জরুরী। শিল্প ক্ষেত্রে বিশেষ সমৃদ্ধি ছাড়া জাতীয় আয় বৃদ্ধি করা যায় না। শিল্প কর্মের প্রতি পবিত্র কুরআনে ইঙ্গিত রয়েছে। আল্লাহ তা’আলা বলেন-
وَعَلَّمْنهُ صَنْعَةَ لَبُوْسٍ لَّكُمْ لِتُحْصِنَكُمْ مِّنْ بِاْسِكُمْ فَهَلْ اَنْتُمْ شكِرُوْنَ (৮০)
এবং আমরা তাকে বর্ম তৈরী করার শিল্প বিদ্যা শিক্ষা দিয়েছিলাম যেন তা যুদ্ধে তোমাদের রক্ষা করে, সুতরাং তোমরা কি কৃতজ্ঞ হবে? হযরত নূহ (আ.)-এর নৌকা তৈরীর বর্ণনা পবিত্র কুরআনে উদ্ধৃত হয়েছে। যা দ্বারা নির্মাণ ও জাহাজ শিল্পের প্রতি ইঙ্গিত পাওয়া যায়।
পবিত্র কুরআনে বর্ণিত-
وَاَنْزَلْنَا الءحَدِيْدَ فِيْهِ بَاْسٌ شَدِيْدٌ وَمَنَا فِعُ لِلنَّاسِ
এবং আমরা লৌহ সৃষ্টি করেছি, তাতে কঠিন শক্তি নিহিত রয়েছে এবং জনগণের অসীম কল্যাণ।
৩. ব্যবসা
ব্যবসা-বাণিজ্য একটি সম্মানজনক পেশা। জীবিকা অর্জনের এটি একটি অন্যতম উপায়। যাদের আল্লাহ তা’আলার অনুগ্রহ রয়েছে তারা এই পেশা অবলম্বন করে, যে জনপদের উপর আল্লাহ তা’আলার রহমত রয়েছে সে জনপদে ব্যবসা-কেন্দ্র হিসেবে গড়ে উঠে। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে-
لِاِيْلفِ قُرَيْشٍ (১) الفِهِمْ رِحْلَةَ الشِّتَآءِ وَالصَّيْفِ (২) فَلْيَعْبُدُوْا رَبَّ هذَا الْبَيْتِ (৩) الَّذِىْ اَطْعَمَهُمْ مِّنْ جُوْعٍ وَّ امَنَهُمْ مِّنْ خَوْفٍ (৪)
যেহেতু কুরাইশরা অভ্যস্ত হয়েছে অর্থাৎ ব্যবসা উপলক্ষ্যে শীতকালীন ও গ্রীষ্মকালীন বিদেশে সফরে তাদের অভ্যাস রয়েছে, অতএব তাদের কর্তব্য এসবের প্রভু আল্লাহর ইবাদাত করা, যিনি ক্ষুধায় তাদের খাদ্য দিয়েছেন এবং ভয়-ভীতি থেকে তাদের নিরাপত্তা দিয়েছেন। আরো ইরশাদ হচ্ছে-
وَاخَرُوْنَ يَضْرِبُوْنَ فِي الْاَرْضِ يَبْتَغُوْنَ مِنْ فَضْلِ اللهِ وَاخَرُوْنَ يُقَاتِلُوْنَ فِيْ سَبِيْلِ اللهِ-
কিছু সংখ্যক ব্যক্তি আল্লাহর অনুগ্রহের সন্ধানে দেশ ভ্রমণ করবে। এবং অপর কিছু লোক আল্লাহর পথে সংগ্রামে লিপ্ত থাকবে। ব্যবসায়ীরা সাধারণ উদ্ধৃত অঞ্চলের সামগ্রী ঘাটতি অঞ্চলে পৌঁছিয়ে দিয়ে উদ্ধৃত্ত অঞ্চলের অপচয় রোধ করে এবং ঘাটতি অঞ্চলের দুর্ভিক্ষ প্রতিরোধ করে মানব সমাজের যে সেবা করেছে তা সৎকাজের অন্তর্ভূক্ত। এজন্যই নবী কারীম (সা.) সহ অধিকাংশ নবী-রাসূল এবং হযরত আবু বকর, উসমান, আবদুর রহমান, ইবন আউফ (রা.)-সহ বড় বড় সাহাবী ব্যবসা-বাণিজ্য করেছেন।
এ ব্যাপারে নবী কারীম (সা.) বলেছেন-
التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء-
সত্য পরায়ণ বিশ্বস্ত ব্যবসায়ী নবী সিদ্দীক ও শহীদদের সঙ্গী হবে।
মহানবী (সা.) বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তা’আলা তিনজনের প্রতি তাকাবেন না, তাদেরকে পবিত্র ও করবেন না, তাদের জন্য রয়েছে কঠিন কষ্টদায়ক আজাব। তাদের মধ্যে একজন হচ্ছে, যে মিথ্যা কসম করে তার পণ্য বিক্রয় করে।’ (মুসলিম)
মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মূল। আর ব্যবসা-বাণিজ্যে এর প্রচলন সর্বাধিক। পণ্যের দোষ-ত্রুটি গোপন করা অথবা পণ্যের গুণাগুণ বাড়িয়ে বলার জন্য মিথ্যার আশ্রয় নেয়া হয় এবং কথায় কথায় মিথ্যা কসম খাওয়া হয়, যার ফলশ্রুতিতে ক্রেতাসাধারণ হন ক্ষতিগ্রস্ত। তাই আল্লাহর রাসূল (সা.) ব্যবসায়ী সম্প্রদায়কে এই ব্যাপারে উপরোক্ত হাদীসের মাধ্যমে সতর্ক করে দিয়েছেন। ওজন ও পরিমাপে কম-বেশি করাও হারাম।
ইরশাদ হচ্ছে-
وَاَقِيْمُوا الوَزْنَ بِالْقِسْطِ وَلَاتُخْسِرُوا الْمِيْزَانَ-
ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত কর এবং ওজনে কম দিওনা।
মজুদদারী এবং কালোবাজারী পরিহার করে চলতে হবে। এ সম্পর্কে রাসূলুল্লাহ (সা.) বলেছেন-
من احتكر طعاما أربعين ليلة فقد برئ من الله تعالى وبرئ الله تعالى منه-
যে ব্যক্তি খাদ্যশস্য ৪০ দিন পর্যন্ত আবদ্ধ রাখে, সে আল্লাহ থেকে মুক্ত, আল্লাহ তা’আলা তার থেকে মুক্ত। অপরদিকে যারা বাজার দরে দ্রব্য বিক্রি করে তাদের শুভ সংবাদ দেয়া হয়েছে এবং এটাকে সদকা বা দান বলে আখ্যায়িত করা হয়েছে।
রাসূল (সা.) বলেছেন-
الجالب مرزوق والمحتكر ملعون
যে ব্যক্তি এক স্থান হতে খাদ্যশস্য ক্রয় করে বহন করে নিয়ে অন্য স্থানে তথাকার বাজার দরে বিক্রি করে, সে ব্যক্তি রিযিক প্রাপ্ত, আর গুদামজাতকারী অভিশপ্ত। ইসলামে ব্যবসানীতির মূল কথা হচ্ছে সামাজিক সামষ্টিক কল্যাণ। যে সব পথে উপার্জন বা মুনাফা লাভ করার ক্ষেত্রে অপরের ক্ষতি সাধিত হয়, তা ইসলামে বৈধ নয়। আর সে সব পন্থায় ব্যক্তিদের পরস্পরের মধ্যে লাভ বণ্টন হয় পারস্পরিক সন্তুষ্টি অনুমতির ভিত্তিতে এবং সে বণ্টন হয় সুবিচারপূর্ণ, তা অবশ্যই ইসলামের দৃষ্টিতে বৈধ। শুধু বৈধই নয়, তা ইবাদতও। এ ব্যাপারে পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে-
ياَيُّهَا الَّذِيْنَ امَنُوْا لَا تَاْكُلُوْا اَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ اِلَّا اَنْ تَكُوْنَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِّنْكُمْ وَلَا تَقْتُلُوْا اَنْفُسَكُمْ اِنَّ اللهَ كَانَ بِكُمْ رَحِيْمًا (২৯) وَمَنْ يَّفْعَلْ ذلِكَ عُدْوَانًا وَّ ظُلْمًا فَسَوْفَ نُصْلِيْهِ نَارًا وَكَانَ ذلِكَ عَلَى الهِ يَسِيْرًا (৩০)
হে ঈমানদার লোকেরা! তোমরা বাতিল পন্থায় একে অন্যের মাল ভোগ করবে না। তবে পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে যদি ব্যবসা করা হয়, তাহলে তা গ্রহণ করতে পারো। তোমরা নিজেদের হত্যা করো না। কেননা আল্লাহ তা’আলা তোমাদের প্রতি বড়ই মেহেরবান। যে লোক সীমালংঘন ও জুলুমস্বরূপ এ কাজ করবে তাকে আমরা অবশ্য জাহান্নামে পৌঁছে দেবো। এটি আল্লাহর পক্ষে সহজ।
চাকরি
জীবিকা অর্জনের আরেকটি অন্যতম খাত হচ্ছে চাকরি। চাকরির মাধ্যমে জীবিকা অর্জন করা ইসলামী আইনে বৈধ। তবে তাকে দায়িত্ব পালনে সম্পূর্ণ সক্ষম হতে হবে। ইসলামে চাকরি লাভের অন্যতম শর্ত হচ্ছে যোগ্যতা অর্জন। যথাযথ যোগ্যতা অর্জন ছাড়া কোন পদের জন্য আবেদন করা ঠিক নয়। হারাম কাজ বা জনগণের ক্ষতিকারক কোন প্রতিষ্ঠানে চাকরি করা ইসলাম অনুমোদন করে না। এ ক্ষেত্রে হযরত আবু যার (রা.) থেকে বর্ণিত একটি হাদীসে এসেছে যে, তিনি বলেন-
عن أبى ذر (رضـ) قال قلت يا رسول الله ألا تستعملني قال فضرب بيده على منكبي ثم قال يا أبا ذر إنك ضعيف وإنها أمانة وإنها يوم القيامة خزي وندامة إلا من أخذها بحقها وأدى الذي عليه فيها-
হে আল্লাহর রাসূল! আপনি কি আমাকে কোন দায়িত্বপূর্ণ পদে নিয়োগ দিবেন না। একথা শুনে রাসূল (সা.) তাঁর হাত আমার কাধের উপর রেখে বললেন, হে আবু যার! তুমি বড় দূর্বল ব্যক্তি। আর এ পদ হচ্ছে কঠিন আমানতের ব্যাপার। কিয়ামতের দিন তা-ই হবে লজ্জা ও লাঞ্ছনার কারণ, তবে যে লোক এ দায়িত্ব যোগ্যতা, দক্ষতা ও সততার সাথে যথাযথ ভাবে পালন করবে তার বেলায় তা প্রযোজ্য নয়। চাকরির ক্ষেত্রে ইসলামী আইন হচ্ছে উপযুক্ততা ও পরোপকারিতা। দক্ষ চাকরিজীবিগণ স্ব স্ব দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জীবিকা অর্জন করবে এবং পরোপকারের মাধ্যমে আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জন করবে।
সম্পদ অর্জনের বিধান
প্রবন্ধে সম্পদ অর্জনের চারটি উপাদান যথাক্রমে কৃষি, শিল্প, ব্যবসা ও চাকরী এ প্রত্যেকটির ব্যাপারে পবিত্র কুরআন ও রাসূল (সা.) সুন্নাহ বিস্তারিত আলোচনা করলে দেখা যায় যে, কিছু বিধান সর্বক্ষেত্রে অনুসরণ করতে হবে। এগুলো হচ্ছে উপার্জনের হালাল উপায়। Man needs bread to live but he does not live for bread alone.
১. উপার্জন হালাল তথা শরী’আত সম্মত হতে হবে।
২. ব্যক্তি সৎ ও ন্যায়পরায়ণ হতে হবে।
৩. বিশ্বস্ত ও সত্যবাদী হতে হবে।
৪. ধৈর্যশীলতা ও পরোপকারিতার মনোভাব থাকতে হবে।
উপার্জনের হারাম উপায়
ইসলামী অর্থনীতিতে অর্থ-সম্পদ উপার্জনে হালাল-হারাম বিবেচনা করতে হয়। এ অর্থনীতিতে দুর্নীতির মাধ্যমে অবৈধ বা হারাম পন্থায় অর্থ উপার্জন সম্পূর্ণ নিষিদ্ধ। ইসলামী শরীআহ নিষিদ্ধ কোন কিছুর স্বত্বার্জনই অবৈধ উপায়ে অর্জিত অর্থ বলে গণ্য হয়। ইসলামের শিক্ষা অনুযায়ী হারাম অথচ লাভজনক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জন করা অবৈধ ও বেআইনী। অবৈধ বা হারাম উপার্জন মানুষের জীবনকে কলূষিত করে। অন্যায়ভাবে সঞ্চিত অর্থ-সম্পদ দ্বারা বাহ্যিক প্রাচুর্য ও ভোগ বিলাসের ব্যবস্থা হলেও এর দ্বারা প্রকৃত সুখ ও আত্মিক প্রশান্তি লাভ করা যায় না। যারা হারাম বা অবৈধ্য অর্থ-সম্পদের মোহে জীবন ব্যয় করবে তাদের পরকালীন জীবন বরবাদ হয়ে যাবে। হাদীসে এসেছে মহানবী (সা.) এরশাদ করেছেন-
لا يدخل الجنة لحم نبت من السحت وكل لحم نبت من السحت كانت النار أولى به-
যে দেহ হারাম উপার্জনের খাদ্য দ্বারা গঠিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। আর হারাম খাদ্যে বর্ধিত প্রতিটি গোস্তপিণ্ড জাহান্নামেরই যোগ্য।
এছাড়াও সমাজে অর্থ ও সম্পদ কেন্দ্রীভূত করতে পারে এমন কতকগুলো আয় ও আয়ের পন্থাকে ইসলাম হারাম ঘোষণা করেছে। সুদ, ঘুষ বা উপরি আয় বা বখশিষ বা Invisible cost বা speed money জুয়া, লটারী, ধোঁকা, প্রতারণা, মওজুদদারী, কালোবাজারী, মুনাফাখোরী, ফটকাবাজারী, চোরাচালান, চটকদার ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে গ্রহাকদের সাথে প্রতারণা করা, হারাম পণ্য উৎপাদন ও বিপণন, ওজন ও পরিমাপে কম দেয়া, মালে ভেজাল মেশানো, ভেজাল পণ্য বিক্রি করা, বেশ্যাবৃত্তি, পতিতাবৃত্তি অশ্লীলতা প্রসারকারী ব্যবসা, অশ্লীল নাচ-গান, মাদক দ্রব্যের উৎপাদন ও ব্যবসা, মূর্তি বানানো ও মূর্তির ব্যবসা, জবরদখল, লুণ্ঠন, চুরি, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাস, মাস্তানী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই, আত্মসাৎ, চোরাইমাল ক্রয়-বিক্রয়, খেয়ানত, ধাপপাবাজি, সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ানো ইত্যাদি ইসলামে নিষিদ্ধ। এছাড়াও অন্য কোন অসাধু উপায়ে অর্থনৈতিক ভাগ্য গড়ে তোলা যেহেতু অন্যদের ভাগ্যের বিনিময়ে ধনী হওয়ার নামান্তর, সে জন্য ইসলাম সাধারণভঅবে তা নিষিদ্ধ করেছে। Islam strikes at the root of the evil and wants to establish a just and fair society.
সম্পদ ব্যয়ের বিধান
ইসলামে মানব জীবনে অর্থের প্রয়োজনীয়তা বিবেচিত, এবং এটি প্রধান উপাদান হিসেবে গণ্য করা হয়েছে। সম্পদ উপার্জনে নীতিমালা ইসলাম যেমন নির্দিষ্ট করে দিয়েছে তেমনি ব্যয়ের জন্যও রয়ছে সুনির্দিষ্ট আইন বা নীতিমালা। ব্যয়ের কুরআনিক পরিভাষা হচ্ছে ‘ইনফাক’। প্রয়োজন মিটানোর জন্য ব্যয় করাকেই ‘ইনফাক’ বলে। এ সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ তা’আলা বলেন-
يَسْاَلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَ قُلْ مَا اَنْفَقْتُمْ مِنْ خَيْرٍ فِلِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ وَالْيَتمى وَالْمَسكِيْنَ وَابْنِ السَّبِيْلِ (২১৫)
লোকেরা আপনাকে কী ব্যয় করবে সে সম্বন্ধে প্রশ্ন করে? আপনি বলুন যে ধন-সম্পদ তোমরা ব্যয় করবে তা পিতা-মাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম, মিসকীন এবং পথচারী মুসাফিরদের জন্য।
مَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِيْ سَبِيْلِ اللهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِىْ كُلِّ سُنْبُلَةٍ مِّائَةُ حَبَةٍ وَاللهُ يُضعِفُ لِمَنْ يَّشَآءُ وَاللهُ وَاسِعٌ عَلِيْمٌ (২৬১)
যারা নিজেদের ধন-সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ একটি শস্য বীজ, যা সাতটি শীষ উৎপাদন করে, প্রত্যেক শীষে একশত শস্যকণা থাকে। আল্লাহ যাকে চান এরূপ বহুগুণ বৃদ্ধি করে দেন। আল্লাহর প্রাচুর্যময়, সর্বজ্ঞ।
اَلَّذِيْنَ يُنْفِقُوْنَ أَمْوَالَهُمْ فِيْ سَبِيْلِ اللهِ ثُمَّ لَا يُتْبِعُوْنَ مَا اَنْفَقُوْا مَنًّا وَلَا اَذًى لَّهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ (২৬২)
যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে এবং যা ব্যয় করে তার কথা বলে বেড়ায় না ও ক্লেশও দেয় না, তাদের পুরস্কার তাদের প্রতিপালকের কাছে রয়েছে। তাদের কোন ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্তও হবে না।
ياَيُّهَا الَّذِيْنَ امَنُوْ اَنْفِقُوْا مِنْ طَيِّبتِ مَا كَسَبْتُمْ وَمِمَّا اَخْرَجْنَا لَكُمْ مِّنَ الْاَرْضِ وَلَا تَيَمَّمُوْ الْخَبِيْثَ مِنْهُ تُنْفِقُوْنَ وَلَسْتُمْ بِاخِذِيْهِ اِلَّا اَنْ تُغْمِضُوْا فِيْهِ وَاعْلَمُوْا اَنَّ اللهَ غَنِيٌّ حَمِيْدٌ (২৬৭)
হে যারা ঈমান এনেছো, তোমরা যা উপার্জন কর এবং আমি ভূমি থেকে তোমাদের জন্য যা উৎপাদন করি, তা থেকে যা উৎকৃষ্ট তা দান কর। মন্দ জিনিষ দান করার ইচ্ছা করনা, যেহেতু তোমরা তা গ্রহণ কর না, যদি না তোমরা চক্ষু বন্ধ করে থাকো। এবং জেনে রেখো, আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।
اَلَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ بِالَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَّ عَلَانِيَةً فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَاهُمْ يَحْزَنُوْنَ (২৭৪)
যারা নিজেদের ধন-দৌলত রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তাদের পূণ্য ফল তাদের প্রতিপালকের কাছে রয়েছে, তাদের কোন ভয় নেই এবং তারা দুশ্চিন্তগ্রস্ত হবে না।
وَالَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ رِئَآءَ النَّاسِ وَلَا يُؤْمِنُوْنَ بِاللهِ وَلَا بِالْيَوْمِ الْاخِرِ وَمَنْ يَّكُنِ الشَّيْطنُ لَهُ قَرِيْنًا فَسَآءَ قَرِيْنَا (৩৮)
এবং যারা লোক দেখানোর জন্য তাদের সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও আখেরাতে ঈমান রাখে না, আল্লাহ তাদের ভালবাসেন না, শয়তান কারো সাথী হলে সে সাথী কতই না মন্দ।
وَلَا يُنْفِقُوْنَ نَفَقَةً صَغِيْرَةً وَّلَا كَبِيْرَةً وَلَا يَقْطَعُوْنَ وَادِيًا اِلَّا كُتِبَ لَهُمْ لِيَجْزِيَهُمُ اللهُ اَحْسَنَ مَا كَانُوْ يَعْمَلُوْنَ (১২১)
এবং ছোট কিংবা বড় যা-ই ব্যয় করে এবং যে কোন প্রান্তরই অতিক্রম করে, তা তাদের অনুকূলে লিপিবদ্ধ করে রাখা হয়, যাতে তারা যা করে আল্লাহ তার চাইতে উৎকৃষ্টতর পুরস্কার তাদের দিতে পারেন।
وَالَّذِيْنَ يَكْنِزُوْنَ الذَهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُوْنَهَا فِيْ سَبِيْلِ اللهِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِيْمٍ-
এবং যারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।
পবিত্র কুরআনে উল্লেখিত আয়াতসমূহের মাধ্যমে সম্পদ ব্যয়ের নীতিমালা প্রতীয়মান হয়েছ। অর্থ সম্পদ জমা করে রাখাকে ইসলাম পছন্দ করে না। বৈধ পন্থায় লাভের উদ্দেশ্যে বিনিয়োগ করাকে মহান রাব্বুল আলামীন পছন্দ করেন এবং উৎসাহিত করেছেন।
বৈধ পন্থায় ব্যয়
উপার্জিত অর্থ বৈধ পন্থায় ব্যয় করা ইবাদত। বৈধ পন্থায় ব্যয়ের মধ্যে রয়েছে-
১. নিজের প্রয়োজনে ব্যয় করা।
২. স্ত্রী, সন্তান-সন্তুতির ভরণ-পোষণের জন্য ব্যয় করা।
৩. পিতা-মাতা, ভাই-বোন ও অন্যান্য নিকটাত্মীয়ের জন্য ব্যয় করা।
৪. ফরয, ওয়াজিব ও নফল খাতসমূহে ব্যয় করা।
৫. সামাজিক ও রাষ্ট্রীয় প্রয়োজনে ব্যয় করা। আল্লাহ দ্বীনকে বিজয়ী করার কাজে ব্যয় করা।
৬. অভাবী-দরিদ্রদের জন্য ব্যয় করা।
৭. এরপরও সম্পদ থাকলে এবং সম্পদশালী ব্যক্তি ইনতিকাল করলে তার সম্পদ ইসলামী মীরাসী আইন অনুযায়ী ভাগ হয়ে যাবে। একজনের মালিকানা তার জীবনকালের মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ তার ইনতিকালের পর সে সম্পদ ইসলামের উত্তরাধিকার আইন অনুযায়ী তার ওয়ারিশদের মধ্যে ভাগ হয়ে যাবে।
সম্পদ ব্যয়ের নীতিমালা দু’ভাগে ভাগ করা যায়-
১. ব্যয়ের ক্ষেত্রে ইতিবাচক নীতিমালা।
২. ব্যয়ের ক্ষেত্রে নেতিবাচক নীতিমালা।
ইতিবাচক নীতিমালা
১. অল্পে তুষ্টি থাকা, এটি একটি ভাল গুণ। এতে ভোক্তার পছন্দ নৈতিকতা, আধ্যাত্মিকতা ও উদ্দেশ্য দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রণ থাকে। ভোগ বিলাসকে সে আল্লাহ তা’আলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটা পন্থা হিসেবে গণ্য করে।
২. সহজ সরল জীবন যাপন, এটি ইসলামী শরী’আর একটি অনন্য সাধারণ বৈশিষ্ট্য। সহজ সরল জীবন যাপন মনে আনন্দ দেয়। ঔদ্ধতা, জাঁকজমক, আড়ম্বর ও অনৈতিক জীবন স্টাইল ইসলাম অনুমোদন করে না। রাসূল (সা.) এ ব্যাপারে বলেছেন- তোমাদের বিনয়ী হওয়ার শিক্ষা প্রদানের জন্য আল্লাহ আমাকে অহীর মধ্যমে অবগত করেছেন, যাতে অন্যের প্রতি কোন অন্যায় করতে না পারে এবং দাম্ভিকতা প্রকাশ করতে না পারে।
৩. মধ্যম পন্থা অবলম্বন করা, ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা বুদ্ধিমত্তার পরিচায়ক।
ব্যয়ের ক্ষেত্রে নেতিবাচক নীতিমালা
১. ইসরাফ, প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করাকেই ইসরাফ বলে। ইসরাফ অর্থ সীমা অতিক্রম করা, অপচয় করা। মানুষ প্রতিদিন প্রতিনিয়ত অনেক কিছুই অপচয় করছে। কাজ না করে সময়ের অপচয় করছে, জিনিসপত্রের সঠিক ব্যবহার না করে অপচয় করছে। পানাহারে বা ভোগবিলাসে অতিরিক্ত ব্যয়ে ব্যক্তিগত স্বার্থবাদী ভোগবাদী জীবনধারার অনুসরণ ফুটে উঠে।
২. সামাজিক পর্যায়ে ইসরাফ সংক্রান্ত নীতি আরো ব্যাপকভঅবে অনুসূত হবে। সরকারের পরিকল্পনা, আমদানী-রফতানী, উৎপাদন, বণ্টননীতি এমনভাবে তৈরী হতে হবে, যাতে সে সময়ের প্রেক্ষিতে সে দেশে ‘ইসরাফ’ উৎসাহিত না হয় এবং ব্যক্তিপর্যায়ে ইসরাফ করার সুযোগ কমে যায়। সরকার নিজেও ইসরাফ পরিহার করবে। ব্যয়ের ইসলামী নীতিতে তাই আদর্শ ও কাম্য।
৩. তাবজীর অপব্যয়ঃ হালাল সম্পদ হারাম কাজ, অশ্লীল, ইসলামে রক্ষতি সাধনে ব্যয় করা। কোন বস্তুকে তার জন্য নির্দিষ্ট স্থানে ব্যয় না করে ভিন্ন খাতে ব্যবহার করলে, হারাম খঅতে ব্যয় করলে, অপব্যবহার করলে, সেটাকে বলা হয় তাবজীর। ইসরাফের তুলনায় তাবজীরের ক্ষতি ব্যাপক।
اِنَّ الْمُبَذِّرِيْنَكَانُوْا اِخْوَانَ الشَّيَاطِيْنِ-
এজন্য তাবজীরকারীদের শয়তানের ভাই বলা হয়েছে।
৪. অবৈধ উপার্জন হতে অবৈধ খাতে ব্যয়েই শুধু নিষিদ্ধ নয়, হালাল উপার্জন হতেও অবৈধ খাতে ব্যয় নিষিদ্ধ। এজন্যই ইসলামে তাবজীরকারী বা অপ্যয়কারীকে পছন্দ করা হয় না। অপব্যয়ের ছিদ্রপথেই সংসারে আসে অভাব অনটন। সমাজে আসে অশান্তি। রাষ্ট্রে সৃষ্টি হয় বিপর্যয়। এজন্য অপব্যয় বা তাবজীর ইসলামে অপরাধ।
৫. বুখল বা কৃপণতা: সম্পদ ব্যয় ও ব্যবহার না কর। ব্যয়ের ক্ষেত্রে কৃপণতা অবলম্বন করা অত্যন্ত দূষণীয়। কৃপণতা মানুষের একটি মন্দ স্বভাব। ইসলামী জীবন বিধানে কৃপণতার কোন স্থান নেই। কৃপণতা ব্যক্তি ও সমাজের জন্যে কখনও কল্যাণকর হতে পারে না। বরং তা সমাজে ক্ষতিই করে থাকে।
ইসলামে যাকাত ব্যবস্থা
যাকাত একটি ফরয ইবাদত, যাকাত আল্লাহ কর্তৃক নির্ধারিত একটি বিধান। সঞ্চিত টাকা, সঞ্চিত মূল্যবান দ্রব্য-সামগ্রী, শস্য সোন, রূপা, গবাদিপশু, যেমন- গরু, মহিষ, ছাগল, ভেড়া, উট, দুম্বা প্রভৃতি নেসাব অনুযায়ী এক বছর যাবত অপরিবর্তনীয় থাকলে তার ২.৫% যাকাত হিসেবে প্রদান করতে হয়। নিচে যাকাতে হারসমূহ প্রদত্ত হলো-
ক. সঞ্চিত টাকার যাকাত, প্রতি ১০০ টাকায় ২.৫০ টাকা হিসেবে যাকাত দিতে হয়।
ক. সোনার যাকাত, যদি ৭.৫০ (সাড়ে সাত) তোলা সোনা বছর যাবত কারো মালিকানাধীন থাকে, তবে তাকে শতকরা ২.৫০ হিসেবে যাকাত দিতে হবে।
গ. রূপার যাকাত, যদি কারো মালিকানাধীনে ৫২.৫০ (সাড়ে বায়ান্ন) তোলা রূপা এক বছর যাবত থাকে তখন তাকে নির্ধারিত পরিমাণ যাকাত দিতে হয়।
ঘ. উশর, জমিতে উৎপাদিত ফসল ১০% যাকাত হিসেবে প্রদান করাকে ওশর বলে। এভাবে গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি গবাদি পশুরও যাকাত দিতে হয়। তবে যে জমিতে সেচ পদ্ধতিতে চাষ করা হয় হয় উহার ৫% যাকাত দিতে হবে।
যাকাত হিসেবে আদায়কৃত অর্থ সরকারের সাধারণ তহবিলে নেয়া যায় না। যাকাত তহবিল নামে একটি বিশেষ তহবিলে এ অর্থ জমা করা হয়। এটি একটি বাধ্যতামূলক তহবিল যার আয়ের উৎস এবং ব্যয়ের খাত আল্লাহ রাব্বুল আলামীন নির্ধারণ করে দিয়েছেন। যাকাত প্রদানকারী রাষ্ট্রীয় যাকাত তহবিলে যাকাতের অর্থ জমা দেবে আর ইসলামী রাষ্ট্র সে অর্থ ব্যয় করবে।
وَاَقِيْمُوا الصَّلَاةَ وَاتُوا الزَّكَاةَ-
‘নামায কায়েম কর এবং যাকাত আদায় কর’। এ আয়াতে ব্যক্তিকে যাকাত প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। যাকাত আদায়ে অস্বীকৃতি রাষ্ট্রদ্রোহিতার শামিল, কেউ যদি যাকাত আদায়ে অস্বীকৃতি জানায়, ইসলামী রাষ্ট্র সেক্ষেত্রে জোরপূর্বক তা আদায় করে নেবে। রাসূল (স.)-এর ওফাতের পর কয়েকটি গোষ্ঠী যাকাত দিতে অস্বীকার করে। হযরত আবু বকর (রা.) তাদের কাছে হুশিয়ারী বাণী পাঠিয়ে বলেন, যাকাত দিতে অস্বীকৃতি জানানো রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহের শামিল এবং তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। যাকাত দারিদ্র্য বিমোচনের প্রতিষ্ঠানিক ব্যবস্থা। দারিদ্র্য দূরীকরণে যাকাতের ভূমিকা অত্যন্ত কার্যকর। যাকাতের মাধ্যমে দরিদ্র্য, অক্ষম ও অভাবগ্রস্ত লোকদের পূর্ণ অর্থনৈতিক নিরাপত্তা দানের ব্যবস্থা করা যায়। কেননা-
Zakah channels wealth from the rich to the poor while interest takes away wealth from the poor and hands it over to the rich.
যাকাত ব্যবস্থা বাংলাদেশে কতটুকু কার্যকর
যাকাতের মাধ্যমে বাংলাদেশের অর্থ সামাজিক ক্ষেত্রে বিপুল উন্নয়নের সুযোগ থাকা সত্ত্বেও জাতি তা থেকে বঞ্চিত। কারণ, যাকাত ব্যবস্থা বাস্তবায়নের ক্ষেত্রে রয়েছে অনেক বাধা। যেমন-
১. বাংলাদেশে ইসলামের মৌলিক যে সব প্রসঙ্গ নিয়ে জোরদার আলোচনা কম হয়েছে যাকাত সে সবের অন্যতম। যাকাত সম্বন্ধে পত্র পত্রিকায় যদিও কিছু কিছু আলোচনা হয়েছে তবে তা যৎসমান্যই। আলেম সমাজ যদি জনগণকে যাকাতের হাকীকত ও ফযীলত সম্পর্কে যথাযথ বক্তব্য রাখতেন তবে এতদিনে যাকাতের উপযুক্ত ব্যবহার ও আদায় সম্পর্কে আরো বেশি সচেতনতা লক্ষ্য করা যেত। রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় ও ব্যবহার হলে যে কল্যাণ ও দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যেতো সে বিষয়েও জনগণের কোন ধারণা নেই।
২. সাহেবে নেসাবদের থেকে যাকাত আদায় করার জন্য এদেশে কোন প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে ওঠেনি। প্রয়োজনীয় আইন ও রাষ্ট্রীয় উদ্যো গৃহীত না হওয়াই এজন্য প্রধানতঃ দায়ী।
৩. যারা যাকাত দিয়ে থাকেন তারা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠান, ইয়াতিমখানায় ও ফকির মিসকিনকে তাদের যাকাত পৌঁছে দেন। বিপুল সংখ্যক যাকাত প্রদানকারী পুরুষ ও মহিলা সম্পূর্ণ বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে নিজেদের মর্জি মাফিক তাদের প্রদেয় যাকাতে অর্থ বিলিবন্টন করে থাকেন। এ অবস্থার আশু পরিবর্তন খুব সহজসাধ্য নয়।
৪. সরকার যদি এ ব্যাপারে আইন প্রণয়ন করে তবুও জনগণের পক্ষ থেকে কাক্সিক্ষত সাড়া পাওয়া খুব সহজ হবে না। কারণ এদেশের সরকারের আর্থিক লেন-দেন ও অর্থব্যয়ের সাথে যারা সম্পৃক্ত তাদের আচরণ ব্যক্তি জীবন ও ইসলামের প্রতি দৃঢ়তার ব্যাপারে সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, তাদের পর্যবেক্ষণ করবে। উপরিউক্ত সমস্যাবলির কারণে বাংলাদেশে যাকাত ব্যবস্থা তেমন কার্যকর নেই বললেই চলে। তবে যাকাত ব্যবস্থার যথাযথ বাস্তবায়নের জন্য সরকারেরও তেমন আগ্রহ আছে বলে মনে হয় না। সরকারী কার্যকর পদক্ষেপ ছাড়া যাকাত ব্যবস্থার উন্নতি আশা করা যায় না।
যাকাত বন্টনের খাতসমূহ
আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা শুধু যাকাত আদায় করার জন্য তাকিদ প্রদান করেননি বরং যাকাতের অর্থ বন্টনের খাতগুলোও নির্ধারণ করে দিয়েছেন। পবিত্র কুরআনে মহান আল্লাহ ইরশাদ করেন-
اِنَّمَا الصَّدَقتُ لِلْفُقَرَآءِ وَالْمَسكِيْنَ وَالْمِلِيْنَ عَلَيْهَا وَالْزُؤَلَّفَةِ قُلُوْبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِيْنَ وَفِيْ سَبِيْلِ اللهِ وَابْنِ السَّبِيْلِ فَرِيْضَةً مِّنَ اللهِ وَاللهُ عَلِيْمٌ حَكِيْمٌ-
যাকাত হলো কেবল ফকীর, মিসকীন, যাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং দাসমুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জেহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য। এ হলো আল্লাহর নির্ধারিত বিধান, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। উপরিউক্ত আয়াতে যাকাত ব্যয়ের মোট আটটি খাতে কথা বলা হয়েছে।
১. ফকীর ঃ যাদের অভাব অনটনের মধ্য দিয়ে জীবন দুঃখ কষ্টে অতিবাহিত হয়, লোকলজ্জায় কারো কাছে সাহায্য প্রার্থনা করতে পারে না তাদেরকে ফকীর বলে। যাকাত দিয়ে দরিদ্র, অভাবী, ফকীর শ্রেণীর, পূণর্বাসন, বেকারত্ব দূর করে বেঁচে থাকার ব্যবস্থা করা একান্ত কর্তব্য। রাসূল (স.) বলেন- যাকাত মুসলিম সমাজের ধনীদের থেকে গ্রহণ করা হবে এবং দরিদ্রদের মধ্যে বণ্টন করা হবে।
২. মিসকীন ঃ মিসকীন বলতে দৈহিক অক্ষম ব্যক্তিদের বুঝায়। যেমন- অন্ধ, পক্ষাঘাতগ্রস্ত, পঙ্গু, মানসিক প্রতবিন্ধী ইত্যাদি শ্রেণীকে মিসকীন বলা হয়।
৩. যাকাত আদায়কারী কর্মচারী ঃ যারা যাকাত আদায় ও বন্টন করে এবং এ সকল কাজে নিয়োজিত, তাদের বেতন-ভাতা হিসেবে যাকাতের অর্থ প্রদান করা যাবে।
৪. নও মুসলিমদের সংরক্ষণ ও মন আকৃষ্ট করা ঃ যাকাতের পরবর্তী ব্যয় খাত হিসেবে নও মুসলিমদের মন আকৃষ্ট করার কথা বলা হয়েছে।
৫. দাসত্ব মোচন ঃ যদি কোন ব্যক্তি কোন কারণে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকে কোন ভাবে জিম্মি বা বন্দী হয়, তবে তার মুক্তির জন্য যাকাতের অর্থ থেকে ব্যয় করা যায়।
৬. আল্লাহর পথে (ফী সাবিলিল্লাহ) ঃ এটি একটি ব্যাপক অর্থবোধক শব্দ এবং এর ব্যাখ্যাও বিস্তৃত। সাধারণভাবে এটা জিহাদের অর্থ বুঝায়। আল-কুরআনুল কারীমে যত স্থানে জিহাদের কথা এসেছে সবখানে ‘জিহাদ ফি সাবিলিল্লাহ’ বলা হয়েছে। তবে আভিধানিক অর্থে একে জিহাদের মধ্যে সীমাবদ্ধ না করে বরং সকল প্রকার কল্যাণময় ও নেক কাজকে এর মধ্যে শামিল করা হয়েছে। অর্থাৎ যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি সেখানে ইসলাম প্রতিষ্ঠা করা এবং যেখানে ইসলাম প্রতিষ্ঠিত আছে সেখানে একে কায়েম রাখার জন্য যেসব বিশাল কাজের আঞ্জাম দিতে হয় সেজন্য যাকাতের অর্থ ব্যয় করা যাবে।
অন্যদিকে ইসলামী রাষ্ট্র ও আদর্শ সমাজ ব্যবস্থা কায়েমের উদ্দেশ্যে সংগঠিত দল ও সংগঠন জিহাদ ফী সাবিলিল্লাহর মর্যাদা পেতে পারে যদি তাদের নীতি, আদর্শ, কর্মপন্থা ও উদ্দেশ্য হয় একমাত্র আল্লাহর যমীনে আল্লাহর যমীনে আল্লাহর দ্বীনকে কায়েম ও দ্বীনের কালেমাকে সমুন্নতকরণ। এক্ষেত্রে যুদ্ধ পরিচালনা বা যুদ্ধ প্রতিরোধ করার চেয়ে যুদ্ধ সংঘটিত হওয়ার পরিবেশ থেকে মুক্ত রাখার লক্ষ্যে দাওয়াতের কাজটি অনেক গুরুত্বপূর্ণ। এজন্য দাওয়াতের কাজে যাকাতের অর্থ ব্যয় একটি বড় ব্যয় ক্ষেত্র। মূলত : জীবন ঘনিষ্ঠ ইসলামী সাহিত্য রচনা, মাহফিল পরিচালনা ও বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ আঞ্জাম ইত্যাদি ক্ষেত্রে অর্থের যোগান যাকাতের এ খাত থেকে হতে পারে। এমনকি পাশ্চাত্য কর্তৃক পরিচালিত তরুণদের চরিত্র ধ্বংসকারী ইলেকট্রনিক মিডিয়ার বিপরীতে আদর্শবাদী ধ্যান-ধারণার পরিচালিত ইলেকট্রনিক মিডিয়া গঠন করে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার বাণী ও কথা প্রচারে কাজে প্রয়োজনে যাকাতের অর্থ ব্যয় করা যেতে পারে।
৮. মুসাফির ঃ যাকাত ব্যয়ের সর্বশেষ খাত হচ্ছে ‘মুসাফির’ কুরআনের ভাষায় “ابن السبيل” এর অর্থ হচ্ছে পথে চলমান ব্যক্তি। ভ্রমণকারী বা পর্যটক। যে ব্যক্তি নিজবাড়ী থেকে বেরিয়ে অন্য এক শহরে বা দেশে প্রবেশ করেছে যেখানে তার কোন সহায় সম্বল নেই। নিজের দেশে তার অনেক সম্পদ থাকলেও ব্যবহার করতে পারছেনা, তাকেই ‘ইবনুস সাবীল’ বা মুসাফির হিসেবে গণ্য করা হয়। সফরকালীন সময়ে তার রসদপত্র, খরচ নিঃশেষ হয়ে গেল এবং তা সংগ্রহের কোন ব্যবস্থা না থাকলে যে যাকাত গ্রহণ করতে পারে। তবে সবকটি শরী’আ অনুমোদিত হবে।
যাকাত আদায় বৃদ্ধি করার কৌশল
আমার মতে, নিচের সুপারিশমালার ভিত্তিতে যাকাত আদায় বৃদ্ধি করা যায়।
১. কোন ব্যক্তি যাকাত প্রদানে অস্বীকার করলে তবে আইনের আওতায় এনে তার কাছ থেকে যাকাত আদায় করতে হবে।
২. রাষ্ট্রীয়ভাবে যাকাত তহবিল এবং প্রয়োজনীয় আইন থাকবে।
৩. যাকাত ঐচ্ছিক বিষয় নয়, একে বাধ্যতামূলক করতে হবে।
৪. প্রত্যেক মুসলমান যিনি ‘মালিকে নেসাব’ তাকে অবশ্যই যাকাত প্রদান করতে হবে।
৫. মালিকে নেসাব ব্যক্তিদের প্রতি বছর তালিকা তৈরী করা।
৬. যাকাত বন্টনের কাজটি ইসলামী রাষ্ট্র সমাধা করবে, ব্যক্তি নয়।
৭. মালিকে নেসাব নিজে হিসাব করে তার দেয়া যাকাতের অর্থ সরকারী যাকাত তহবিলে জমা দেবে।
৮. পবিত্র কুরআনে বর্ণিত যাকাত প্রাপ্যদের ৮টি শ্রেণীর মধ্যে সরকার তা বন্টন করবে।
৯. ব্যাংকে জমাকৃত টাকায় যাকাত ব্যাংক থেকেই সংগ্রহ করার আইন কার্যকর করতে হবে।
১০. ব্যাপক প্রচারণার মাধ্যমে একথা বোঝাতে হবে যে, যাকাত করুণা নয়, বরং এটা সম্পদশালী ব্যক্তির জন্য অবশ্য দেয় বিষয়।
১১. বেসরকারী বিশ্বস্থ সংস্থাকে দায়িত্ব প্রদানের মাধ্যমে যাকাত আদায়ের ব্যবস্থা করা।
সম্পদ অর্জন ও ব্যয় সংক্রান্ত পবিত্র কুরআনে আয়াতসমূহের বিবরণ ঃ
সূরা নং ও নাম আয়াত নাম্বার মোট
০২. আল-বাকারা ১৬৮,১৮৮,২৪৫,২৭৫,২৭৮,২৭৯,২৮০,২৮৩ ০৮
০৩. আল-ইমরান ১৬১, ১৮০ ০২
০৪. আল-নেছা ০৫,০৬,০৭,১০,১১,১২,২৯,৩৬,১৭৬ ১০
০৫. আল-মায়েদা ৩৮,৫৫,৮৮ ০৩
০৬. আল-আনআম ১৪১,১৪৫,১৬৫ ০৩
০৭. আল-আ’রাফ ১০,৩১,৩২ ০৩
০৮ আল-আনফাল ০২,০৩,০৪ ০৩
০৯. আত-তাওবা ৩৪,৬০,১০৩ ০৩
১১. হুদ ৮৭ ০১
১৬. আন-নাহল ৭১,১১৪,১১৫,১১৬ ০৪
১৭. আল-ইসরা ২৬,২৭ ০২
২৪. আন নূর ১৯,২৩,২৭,৩৭ ০৪
২৫. আল-ফোরকান ৬৭ ০১
২৮. আল-কাসাস ৫৮,৭৭ ০২
৩১. লুকমান ২০ ০১
৩৪. সাবা ৩৪,৩৫ ০২
৩৬. ইয়াসীন ৭১ ০১
৪২. আশ-শুরা ১২ ০১
৫১. আয-যারিয়াত ১৯ ০১
৫৭. আল-হাদীদ ২৭ ০১
৬১. আস-সাফ ১১ ০১
৬২. আল-জুমুআ ০৯ ০১
৬৭. আল-মূলক ১৫ ০১
৭০. আল-মা’আরেফ ২৪,২৫ ০২
৭৩. আল মুয্যাম্মিল ২০ ০১
৭৬. আল-ইনসান ০৮,০৯ ০২
৮৩. আল-মুতাফফীন ০১,০২,০৩ ০৩
৯৯. আয-যিলযাল ০৫ ০১
১০২. আত-তাকাছুর ০১,০২,০৩ ০৩
১০৪. আল-হুমাযাহ ০১,০২,০৩,০৪ ০৪
মোট আয়াত সংখ্যা ৭৯
উপসংহার
মহান রাব্বুল আলামীন মানুষের উভয় পর্যায়ের কল্যাণ কামনা করার শিক্ষা দিয়েছেন।
পবিত্র কুরআনে এসেছে-
رَبَّنَا اتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ-
হে আমাদের রব! আমাদের কে দুনিয়ার কল্যাণ দিন এবং আখেরাতের কল্যাণ দিন। আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান।
দুনিয়ার কল্যাণের জন্য অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের প্রয়োজন। পরকালের জন্যও এর অত্যন্ত গুরুত্ব রয়েছে। ইসলামে সম্পদের গুরুত্ব অপরিসীম। হালাল রুজির জন্য চেষ্টা চালানোর তাগীদ দিয়েছে ইসলাম। নিজের পরিবার ও সমাজের জন্য সাধ্যানুযায়ী চেষ্টা চালানো প্রত্যেক ব্যক্তি জন্যই কর্তব্য।
পুঁজিবাদী ব্যবস্থা ও কমিউনিজিম অর্থ ব্যবস্থার বিপরীত হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা যা সার্বজনীন ব্যবস্থা। ইতোমধ্যে ইসলামী অর্থ ব্যবস্থার সুফল সাড়া বিশ্বে ছড়িয়ে পড়েছে। ইসলামী অর্থ ব্যবস্থার প্রতিফল হিসেবে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু হয়েছে। বর্তমানে বিশ্বে যদি ইসলামী অর্থ ব্যবস্থা চালু করার উদ্যেগ নেয়া হয়, তা হলে বিশ্ব অর্থনীতি মন্দা বলতে কিছুই থাকবে না। কারণ আল্লাহ কোন প্রাণী সৃষ্টি করার পূর্বেই তার রিযিকের ব্যবস্থা করে থাকেন।
আল্লাহ বলেন-
وَمَا مِنْ دَابَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللهِ رِزْقُهَا-
প্রত্যেক প্রাণীর রিযিকের দায়িত্ব আল্লাহর উপর। এ ছাড়া প্রত্যেক ঈমানদারের অর্থ ব্যবস্থা অবশ্য ইসলামী আইনের আওতায় হবে। কেননা অর্থ সম্পদ অর্জন ও ব্যয়ের হিসাব-নিকাশ পার্থিব জগতে পেশ করার সাথে সাথে পরকালে আল্লাহ তা’আলার দরবারে হিসাব দেয়া ছাড়া এক কদম অগ্রসর হওয়ার সুযোগ নেই। শরী’আহ মোতাবেক সম্পদ অর্জন ও ব্যয় ইবাদত। আল্লাহ তা’আলা আমাদেরকে এ মহান এবাদত পালন করার তাওফীক দিন। আমীন!
মন্তব্য (২৬৪)
scam
says জুন ১০, ২০২৪ at ৫:২১ পূর্বাহ্নchild porn
lose money
says জুন ১০, ২০২৪ at ১:১৬ পূর্বাহ্ন124SDS9742
this page is scam
says জুন ০৯, ২০২৪ at ১১:৪৯ অপরাহ্নblublun
CRIMINAL
says জুন ০৯, ২০২৪ at ১২:২৫ অপরাহ্নnice content!nice history!!
criminal
says মে ২১, ২০২৪ at ৩:২০ পূর্বাহ্নI strongly recommend to avoid this platform. The experience I had with it has been only dismay and doubts about fraudulent activities. Proceed with extreme caution, or even better, look for a more reputable platform to meet your needs.
porn videos
says মে ২০, ২০২৪ at ৯:৩৪ অপরাহ্নI strongly recommend to avoid this site. My personal experience with it was nothing but frustration as well as suspicion of scamming practices. Exercise extreme caution, or even better, look for a trustworthy site to fulfill your requirements.
lose money
says মে ১৯, ২০২৪ at ৩:২৪ অপরাহ্নI highly advise to avoid this site. The experience I had with it has been nothing but frustration and concerns regarding scamming practices. Proceed with extreme caution, or even better, find an honest platform for your needs.
lose money
says মে ১৮, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্নI highly advise steer clear of this site. The experience I had with it has been nothing but disappointment as well as suspicion of scamming practices. Exercise extreme caution, or alternatively, find a trustworthy service to fulfill your requirements.
criminal
says মে ১৬, ২০২৪ at ১২:০৯ অপরাহ্নI highly advise steer clear of this site. The experience I had with it has been nothing but dismay and suspicion of scamming practices. Be extremely cautious, or even better, look for an honest platform to meet your needs.
scam
says মে ১৫, ২০২৪ at ১০:৩৯ অপরাহ্নI strongly recommend steer clear of this platform. The experience I had with it has been only dismay and doubts about fraudulent activities. Be extremely cautious, or better yet, look for a trustworthy service to meet your needs.
scam
says মে ১৫, ২০২৪ at ৪:২২ অপরাহ্নI highly advise steer clear of this site. My own encounter with it was only dismay and doubts about fraudulent activities. Exercise extreme caution, or alternatively, look for an honest service to fulfill your requirements.
scam
says মে ১৫, ২০২৪ at ৩:১১ অপরাহ্নI strongly recommend stay away from this platform. The experience I had with it has been purely frustration and suspicion of fraudulent activities. Be extremely cautious, or alternatively, look for a trustworthy service to meet your needs.
this link guys, and stop the previous attack, we had one of our landing page in the previous links I provide
says মে ১৫, ২০২৪ at ৬:০৬ পূর্বাহ্নI strongly recommend to avoid this site. The experience I had with it has been purely frustration as well as suspicion of deceptive behavior. Be extremely cautious, or even better, look for a more reputable platform to meet your needs.
this link guys, and stop the previous attack, we had one of our landing page in the previous links I provide
says মে ১৪, ২০২৪ at ৫:০০ অপরাহ্নI strongly recommend stay away from this platform. My personal experience with it was purely frustration along with concerns regarding fraudulent activities. Proceed with extreme caution, or alternatively, seek out an honest service for your needs.
this link guys, and stop the previous attack, we had one of our landing page in the previous links I provide
says মে ১৪, ২০২৪ at ১২:৪৩ পূর্বাহ্নI urge you steer clear of this site. My personal experience with it was nothing but dismay as well as suspicion of scamming practices. Be extremely cautious, or even better, find a more reputable service for your needs.
scam
says মে ১৩, ২০২৪ at ৩:১৭ পূর্বাহ্নI urge you stay away from this platform. My personal experience with it was nothing but dismay as well as concerns regarding fraudulent activities. Proceed with extreme caution, or alternatively, look for a trustworthy service to fulfill your requirements.
scam
says মে ১৩, ২০২৪ at ১:৪৬ পূর্বাহ্নI strongly recommend steer clear of this site. The experience I had with it was nothing but disappointment along with concerns regarding scamming practices. Exercise extreme caution, or better yet, seek out a trustworthy site to fulfill your requirements.
scam
says মে ১২, ২০২৪ at ৮:১৪ অপরাহ্নI strongly recommend stay away from this site. My personal experience with it has been nothing but frustration and suspicion of scamming practices. Be extremely cautious, or alternatively, seek out an honest service to meet your needs.
lose money
says মে ১২, ২০২৪ at ১:০১ পূর্বাহ্নI urge you steer clear of this site. My own encounter with it was purely disappointment along with suspicion of fraudulent activities. Exercise extreme caution, or better yet, look for a more reputable service to fulfill your requirements.
scam
says মে ১২, ২০২৪ at ১২:৪০ পূর্বাহ্নI strongly recommend stay away from this site. My personal experience with it has been only frustration as well as concerns regarding fraudulent activities. Be extremely cautious, or alternatively, find an honest site to fulfill your requirements.
scam
says মে ১১, ২০২৪ at ৪:৩৯ অপরাহ্নI strongly recommend to avoid this site. The experience I had with it has been nothing but frustration along with concerns regarding fraudulent activities. Exercise extreme caution, or alternatively, look for a trustworthy platform for your needs.
scam
says মে ১১, ২০২৪ at ৪:৩০ অপরাহ্নI highly advise to avoid this site. My personal experience with it was nothing but disappointment along with concerns regarding scamming practices. Proceed with extreme caution, or alternatively, find an honest site to meet your needs.
criminal
says মে ০৮, ২০২৪ at ১১:১৮ অপরাহ্নI strongly recommend stay away from this platform. My own encounter with it has been nothing but frustration as well as doubts about deceptive behavior. Be extremely cautious, or even better, find a more reputable site to fulfill your requirements.
lose money
says মে ০৮, ২০২৪ at ৮:৫৫ পূর্বাহ্নI strongly recommend steer clear of this platform. The experience I had with it was nothing but frustration as well as concerns regarding deceptive behavior. Exercise extreme caution, or better yet, look for a trustworthy platform to fulfill your requirements.
lose money
says মে ০৮, ২০২৪ at ৮:১০ পূর্বাহ্নI strongly recommend steer clear of this site. My own encounter with it was purely disappointment along with concerns regarding fraudulent activities. Be extremely cautious, or alternatively, look for an honest site to meet your needs.
lose money
says মে ০৭, ২০২৪ at ২:২৭ পূর্বাহ্নI urge you to avoid this site. My personal experience with it was only dismay and concerns regarding fraudulent activities. Be extremely cautious, or even better, look for an honest platform to meet your needs.
scam
says মে ০৭, ২০২৪ at ১:২৬ পূর্বাহ্নI strongly recommend stay away from this site. The experience I had with it was only frustration as well as doubts about scamming practices. Be extremely cautious, or alternatively, find an honest platform for your needs.
lose money
says মে ০৬, ২০২৪ at ৯:৪৩ অপরাহ্নI urge you steer clear of this platform. The experience I had with it was purely dismay along with doubts about scamming practices. Exercise extreme caution, or even better, find a more reputable service to meet your needs.
lose money
says মে ০৬, ২০২৪ at ৮:৪২ অপরাহ্নI highly advise to avoid this platform. My own encounter with it has been nothing but disappointment as well as doubts about scamming practices. Exercise extreme caution, or alternatively, look for a more reputable service to meet your needs.
lose money
says মে ০৬, ২০২৪ at ৫:১৮ অপরাহ্নI highly advise steer clear of this platform. My personal experience with it was only disappointment as well as doubts about deceptive behavior. Proceed with extreme caution, or even better, find an honest site to fulfill your requirements.
lose money
says মে ০৫, ২০২৪ at ৯:৪৯ অপরাহ্নI strongly recommend stay away from this platform. My own encounter with it was purely disappointment as well as suspicion of scamming practices. Exercise extreme caution, or better yet, seek out an honest site for your needs.
lose money
says মে ০৫, ২০২৪ at ৬:২৭ অপরাহ্নI strongly recommend steer clear of this platform. My own encounter with it has been only dismay along with concerns regarding fraudulent activities. Exercise extreme caution, or even better, seek out a trustworthy service for your needs.
lose money
says মে ০৫, ২০২৪ at ৫:১৩ অপরাহ্নI strongly recommend to avoid this platform. My personal experience with it has been purely frustration as well as doubts about scamming practices. Be extremely cautious, or better yet, find an honest service to fulfill your requirements.
lose money
says এপ্রিল ২৮, ২০২৪ at ১:১২ পূর্বাহ্নI urge you stay away from this platform. The experience I had with it was only frustration as well as suspicion of fraudulent activities. Exercise extreme caution, or alternatively, find an honest service for your needs.I strongly recommend steer clear of this platform. My personal experience with it was nothing but dismay along with concerns regarding fraudulent activities. Exercise extreme caution, or even better, seek out a trustworthy platform to fulfill your requirements.
gate io
says এপ্রিল ২৫, ২০২৪ at ১:২৯ পূর্বাহ্নI have read your article carefully and I agree with you very much. This has provided a great help for my thesis writing, and I will seriously improve it. However, I don’t know much about a certain place. Can you help me?
lose money
says এপ্রিল ১৭, ২০২৪ at ৯:২৬ পূর্বাহ্নI urge you stay away from this site. My own encounter with it has been only disappointment and concerns regarding deceptive behavior. Proceed with extreme caution, or even better, find a trustworthy site to fulfill your requirements.
lose money
says এপ্রিল ১৬, ২০২৪ at ৮:৩৩ অপরাহ্নI urge you to avoid this platform. The experience I had with it has been purely disappointment and doubts about fraudulent activities. Proceed with extreme caution, or alternatively, look for an honest site to fulfill your requirements.
lose money
says এপ্রিল ১৬, ২০২৪ at ৪:৪৪ অপরাহ্নI highly advise stay away from this site. My personal experience with it has been purely frustration as well as suspicion of scamming practices. Exercise extreme caution, or better yet, look for a trustworthy site to fulfill your requirements.
lose money
says এপ্রিল ১৬, ২০২৪ at ১:৩৪ অপরাহ্নI strongly recommend to avoid this platform. My own encounter with it was purely disappointment and suspicion of scamming practices. Proceed with extreme caution, or better yet, find a more reputable service to meet your needs.
scam
says এপ্রিল ১৫, ২০২৪ at ৮:৪৩ অপরাহ্নI highly advise to avoid this platform. My personal experience with it was only disappointment and concerns regarding scamming practices. Be extremely cautious, or alternatively, look for an honest platform to meet your needs.
criminal
says এপ্রিল ১৫, ২০২৪ at ৩:৫৪ অপরাহ্নI strongly recommend to avoid this site. My personal experience with it was purely disappointment as well as concerns regarding fraudulent activities. Be extremely cautious, or even better, seek out an honest site to meet your needs.
lose money
says এপ্রিল ১৫, ২০২৪ at ১১:১০ পূর্বাহ্নI urge you stay away from this site. My own encounter with it has been purely dismay and suspicion of scamming practices. Exercise extreme caution, or better yet, look for a trustworthy site to meet your needs.
criminal
says এপ্রিল ১৪, ২০২৪ at ৯:১৪ অপরাহ্নI strongly recommend stay away from this site. The experience I had with it has been only disappointment along with doubts about fraudulent activities. Be extremely cautious, or better yet, seek out a more reputable service to fulfill your requirements.
lose money
says এপ্রিল ১৪, ২০২৪ at ৩:৪৩ অপরাহ্নI urge you steer clear of this platform. The experience I had with it has been nothing but dismay as well as doubts about scamming practices. Be extremely cautious, or better yet, seek out a trustworthy platform to meet your needs.
criminal
says এপ্রিল ১৪, ২০২৪ at ১০:৫০ পূর্বাহ্নI highly advise stay away from this platform. My personal experience with it has been purely frustration and suspicion of scamming practices. Exercise extreme caution, or better yet, seek out an honest site for your needs.
lose money
says এপ্রিল ১৩, ২০২৪ at ৮:০৫ অপরাহ্নI strongly recommend to avoid this site. My personal experience with it was only dismay and doubts about scamming practices. Be extremely cautious, or alternatively, find an honest service to meet your needs.
scam
says এপ্রিল ১৩, ২০২৪ at ৯:২৫ পূর্বাহ্নI strongly recommend to avoid this platform. My personal experience with it has been nothing but dismay and doubts about scamming practices. Be extremely cautious, or alternatively, seek out an honest service for your needs.
scam
says এপ্রিল ১১, ২০২৪ at ১১:৩৮ অপরাহ্নI urge you to avoid this site. My personal experience with it has been only frustration as well as suspicion of deceptive behavior. Proceed with extreme caution, or even better, seek out a trustworthy site to meet your needs.
scam
says এপ্রিল ১১, ২০২৪ at ১১:২৫ অপরাহ্নI urge you to avoid this site. My personal experience with it was purely disappointment along with suspicion of scamming practices. Proceed with extreme caution, or alternatively, look for an honest service for your needs.
criminal
says এপ্রিল ১১, ২০২৪ at ১১:১৯ অপরাহ্নI urge you stay away from this platform. The experience I had with it was purely disappointment along with suspicion of scamming practices. Be extremely cautious, or better yet, seek out a more reputable service to fulfill your requirements.
lose money
says এপ্রিল ১১, ২০২৪ at ৯:০৪ পূর্বাহ্নI highly advise steer clear of this site. My own encounter with it was nothing but disappointment and suspicion of fraudulent activities. Proceed with extreme caution, or better yet, look for a more reputable service to fulfill your requirements.
lose money
says এপ্রিল ১০, ২০২৪ at ৪:৫৫ অপরাহ্নWow! I just read your blog post and I’m thoroughly impressed. Your perspective on this topic is spot-on. It really made me think and am eager to see your next post. Keep up the great work!
lose money
says এপ্রিল ১০, ২০২৪ at ১২:২৪ অপরাহ্নAmazing! I just read your post and I’m blown away. Your perspective on this topic is extremely valuable. It really made me think and am eager to see what you write next. Thanks for sharing!
lose money
says এপ্রিল ১০, ২০২৪ at ৯:৫৪ পূর্বাহ্নAmazing! I just read your article and I’m blown away. Your analysis on the topic is spot-on. It really made me think and am eager to see what you write next. Thanks for sharing!
lose money
says এপ্রিল ১০, ২০২৪ at ৮:৪৪ পূর্বাহ্নFantastic! I just finished reading your blog post and I’m blown away. Your perspective on this subject is extremely valuable. It really made me think and can’t wait to see your next post. Keep up the great work!
scam
says এপ্রিল ০৯, ২০২৪ at ১:৪৭ পূর্বাহ্নWow! I just read your blog post and I’m blown away. Your insight on the topic is incredibly insightful. I’ve learned so much and am eager to read more. Thanks for sharing!
criminal
says এপ্রিল ০৮, ২০২৪ at ১১:২৩ অপরাহ্নAmazing! I recently read your blog post and I’m blown away. Your perspective on this topic is extremely valuable. I’ve gained a new perspective and am eager to see your next post. Keep up the great work!
lose money
says এপ্রিল ০৮, ২০২৪ at ৮:৫৯ অপরাহ্নscam
criminal
says এপ্রিল ০৮, ২০২৪ at ৮:৫৬ অপরাহ্নscam
lose money
says এপ্রিল ০৮, ২০২৪ at ৬:১৫ অপরাহ্নWow! I just finished reading your post and I’m thoroughly impressed. Your analysis on this subject is extremely valuable. It really made me think and can’t wait to read more. Thanks for sharing!
scam
says এপ্রিল ০৮, ২০২৪ at ৪:১২ অপরাহ্নlost money
criminal
says এপ্রিল ০৭, ২০২৪ at ৮:৪০ অপরাহ্নlost money
scam
says এপ্রিল ০৭, ২০২৪ at ৮:৩৩ অপরাহ্নscam
lose money
says এপ্রিল ০৭, ২০২৪ at ৮:৩২ অপরাহ্নlost money
lose money
says এপ্রিল ০৭, ২০২৪ at ১০:০৪ পূর্বাহ্নphising
criminal
says এপ্রিল ০৫, ২০২৪ at ৪:০৭ অপরাহ্নscam
scam
says এপ্রিল ০৫, ২০২৪ at ৩:৫৯ অপরাহ্নscam
criminal
says এপ্রিল ০৫, ২০২৪ at ৩:৫৮ অপরাহ্নscam
scam
says এপ্রিল ০৫, ২০২৪ at ৩:৫৮ অপরাহ্নlost money
scam
says এপ্রিল ০৫, ২০২৪ at ৩:২৭ পূর্বাহ্নWow! I recently read your post and I’m thoroughly impressed. Your insight on the topic is incredibly insightful. It really made me think and can’t wait to see your next post. Thanks for sharing!
criminal
says এপ্রিল ০৪, ২০২৪ at ১১:৩৯ অপরাহ্নAmazing! I just finished reading your blog post and I’m absolutely amazed. Your analysis on the topic is spot-on. I’ve learned so much and can’t wait to see what you write next. Keep up the great work!
lose money
says এপ্রিল ০৪, ২০২৪ at ৮:৪৯ অপরাহ্নphising
criminal
says এপ্রিল ০৪, ২০২৪ at ৮:৪৮ অপরাহ্নphising
lose money
says এপ্রিল ০৪, ২০২৪ at ৪:৩৮ অপরাহ্নFantastic! I recently read your blog post and I’m thoroughly impressed. Your analysis on this topic is spot-on. It really made me think and can’t wait to see your next post. Your work is inspiring!
lose money
says এপ্রিল ০৪, ২০২৪ at ২:২২ অপরাহ্নlost money
criminal
says এপ্রিল ০৪, ২০২৪ at ৪:৩৫ পূর্বাহ্নscam
criminal
says এপ্রিল ০৪, ২০২৪ at ৪:২৮ পূর্বাহ্নscam
criminal
says এপ্রিল ০৪, ২০২৪ at ৪:২২ পূর্বাহ্নlost money
scam
says এপ্রিল ০৩, ২০২৪ at ১১:৪৮ অপরাহ্নFantastic! I just read your post and I’m thoroughly impressed. Your perspective on this topic is incredibly insightful. I’ve learned so much and am eager to read more. Keep up the great work!
scam
says এপ্রিল ০৩, ২০২৪ at ৫:৪১ অপরাহ্নscam
lose money
says এপ্রিল ০৩, ২০২৪ at ৫:১৫ অপরাহ্নFantastic! I just finished reading your post and I’m absolutely amazed. Your perspective on the topic is incredibly insightful. I’ve gained a new perspective and can’t wait to read more. Your work is inspiring!
criminal
says এপ্রিল ০৩, ২০২৪ at ৫:০৬ অপরাহ্নFantastic! I just finished reading your article and I’m absolutely amazed. Your perspective on the topic is extremely valuable. I’ve gained a new perspective and am eager to read more. Thanks for sharing!
lose money
says এপ্রিল ০২, ২০২৪ at ১০:৫২ অপরাহ্নFantastic! I recently read your article and I’m thoroughly impressed. Your perspective on this topic is incredibly insightful. It really made me think and can’t wait to see what you write next. Thanks for sharing!
scam
says এপ্রিল ০২, ২০২৪ at ১০:৪৯ অপরাহ্নWow! I just finished reading your post and I’m absolutely amazed. Your perspective on this subject is extremely valuable. I’ve learned so much and can’t wait to see what you write next. Thanks for sharing!
criminal
says এপ্রিল ০২, ২০২৪ at ৯:২০ অপরাহ্নIncredible! I just read your article and I’m absolutely amazed. Your analysis on the topic is extremely valuable. I’ve gained a new perspective and am eager to read more. Your work is inspiring!
lose money
says এপ্রিল ০১, ২০২৪ at ১১:১৪ অপরাহ্নnice content!nice history!! boba 😀
scam
says এপ্রিল ০১, ২০২৪ at ৮:৩৯ অপরাহ্নWow! I just finished reading your post and I’m absolutely amazed. Your insight on the topic is incredibly insightful. I’ve gained a new perspective and am eager to see your next post. Thanks for sharing!
lose money
says এপ্রিল ০১, ২০২৪ at ৬:২২ অপরাহ্নIncredible! I recently read your post and I’m blown away. Your perspective on this subject is extremely valuable. It really made me think and am eager to see your next post. Thanks for sharing!
phising
says এপ্রিল ০১, ২০২৪ at ৫:১৯ অপরাহ্নnice content!nice history!! boba 😀
phising
says মার্চ ৩১, ২০২৪ at ১১:৫৩ অপরাহ্নnice content!nice history!! boba 😀
scam
says মার্চ ৩১, ২০২৪ at ৮:২৪ অপরাহ্নnice content!nice history!! boba 😀
scam
says মার্চ ৩১, ২০২৪ at ১২:০৩ অপরাহ্নnice content!nice history!! boba 😀
registro de Binance US
says মার্চ ৩১, ২০২৪ at ২:২৪ পূর্বাহ্নCan you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.
phising
says মার্চ ২৯, ২০২৪ at ১০:০১ অপরাহ্নnice content!nice history!! boba 😀
lose money
says মার্চ ২৯, ২০২৪ at ৮:৩৯ অপরাহ্নhello
phising
says মার্চ ২৮, ২০২৪ at ৯:২০ অপরাহ্নwow, amazing
phising
says মার্চ ২৮, ২০২৪ at ৩:৫০ অপরাহ্নwow, amazing
最佳binance推薦碼
says মার্চ ২৬, ২০২৪ at ৮:৩৭ পূর্বাহ্নThanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
PHISING
says মার্চ ২৪, ২০২৪ at ৩:০৬ পূর্বাহ্নBrilliant content
PHISING
says মার্চ ২৩, ২০২৪ at ১১:২৩ অপরাহ্নImpressive, fantastic
LOSE MONEY
says মার্চ ২২, ২০২৪ at ৯:৪৩ পূর্বাহ্নwow, amazing
SCAM
says মার্চ ২২, ২০২৪ at ৩:১০ পূর্বাহ্নwow, amazing
LOSE MONEY
says মার্চ ২১, ২০২৪ at ২:২২ অপরাহ্নwow, amazing
SCAM
says মার্চ ২০, ২০২৪ at ১:৩৭ পূর্বাহ্নnice content!nice history!! boba 😀
LOSE MONEY
says মার্চ ১৯, ২০২৪ at ৪:৩৭ অপরাহ্নnice content!nice history!! boba 😀
LOSE MONEY
says মার্চ ১৮, ২০২৪ at ১১:২০ পূর্বাহ্নnice content!nice history!! boba 😀
PHISING
says মার্চ ১৭, ২০২৪ at ৮:৩৪ পূর্বাহ্নwow, amazing
lose money
says মার্চ ১৬, ২০২৪ at ৪:৩২ অপরাহ্নwow, amazing
child porn
says মার্চ ১৬, ২০২৪ at ১০:৩৪ পূর্বাহ্নBrilliant content
kids porn
says মার্চ ১৬, ২০২৪ at ১০:৩২ পূর্বাহ্নAwesome work
kids porn
says মার্চ ১৬, ২০২৪ at ৮:৩৩ পূর্বাহ্নPhenomenal, great job
lose money
says মার্চ ১৬, ২০২৪ at ৪:৩১ পূর্বাহ্নlose money
child porn
says মার্চ ১৫, ২০২৪ at ১১:৩৯ অপরাহ্নLovely, very cool
child porn
says মার্চ ১৫, ২০২৪ at ১০:৩২ অপরাহ্নPhenomenal, great job
child porn
says মার্চ ১৫, ২০২৪ at ৮:৩৭ অপরাহ্নPhenomenal, great job
child porn
says মার্চ ১৫, ২০২৪ at ১১:৩৭ পূর্বাহ্নPhenomenal, great job
child porn
says মার্চ ১৫, ২০২৪ at ৫:৪১ পূর্বাহ্নOutstanding, superb effort
scam
says মার্চ ১৫, ২০২৪ at ৪:৪৭ পূর্বাহ্নscam
kids porn
says মার্চ ১৫, ২০২৪ at ৪:০১ পূর্বাহ্নOutstanding, kudos
child porn
says মার্চ ১৪, ২০২৪ at ৮:৩৭ অপরাহ্নWonderful content
child porn
says মার্চ ১৩, ২০২৪ at ৬:৪১ পূর্বাহ্নOutstanding, superb effort
lose money
says মার্চ ১৩, ২০২৪ at ৪:৩২ পূর্বাহ্নAbsolutely fantastic, you’ve knocked it out of the park this time! Your hard work and creativity are truly inspiring of this work. I couldn’t help but express my appreciation for sharing such awesome work with us. You have an incredible talent and dedication. Keep up the incredible work! ????????
lose money
says মার্চ ১২, ২০২৪ at ৯:১৮ অপরাহ্নcululutata
child porn
says মার্চ ১২, ২০২৪ at ৯:০৪ অপরাহ্নBrilliant content
lose money
says মার্চ ১২, ২০২৪ at ৪:২৫ অপরাহ্নAbsolutely fantastic, you’ve really outdone yourself this time! Your commitment to excellence is evident in every aspect of this work. I couldn’t resist expressing my gratitude for creating such awesome content with us. Your talent and dedication are truly admirable. Keep up the excellent work! ????????
fuck google search engine
says মার্চ ১২, ২০২৪ at ৪:০২ অপরাহ্নwow, amazing
scam
says মার্চ ১২, ২০২৪ at ১২:৪৬ অপরাহ্নblolbo
lose money
says মার্চ ১২, ২০২৪ at ৫:৩৭ পূর্বাহ্নOh my goodness, you’ve done an outstanding job this time! Your commitment to excellence is evident in every aspect of this piece. I just had to take a moment to express my gratitude for creating such outstanding content with us. Your talent and dedication are truly admirable. Keep up the excellent work! ????????
child porn
says মার্চ ১২, ২০২৪ at ১:১৮ পূর্বাহ্নGreat job
fucking google updates
says মার্চ ১১, ২০২৪ at ৬:৪৩ অপরাহ্নnice content!nice history!! boba 😀
child porn
says মার্চ ১১, ২০২৪ at ৫:৫০ অপরাহ্নIncredible, you’ve truly surpassed expectations this time! Your effort and creativity are truly commendable of this piece. I couldn’t resist expressing my gratitude for producing such amazing content with us. Your talent and dedication are truly exceptional. Keep up the amazing work! ????????
child porn
says মার্চ ১০, ২০২৪ at ১০:০০ অপরাহ্নSplendid, excellent work
child porn
says মার্চ ১০, ২০২৪ at ৮:০১ অপরাহ্নMarvelous, impressive
lose money
says মার্চ ১০, ২০২৪ at ৪:২১ অপরাহ্নchild porn
child porn
says মার্চ ১০, ২০২৪ at ৩:১৪ অপরাহ্নSuper, fantastic
lose money
says মার্চ ১০, ২০২৪ at ৯:৩৪ পূর্বাহ্নchild porn
lose money
says মার্চ ০৯, ২০২৪ at ১২:৪৬ অপরাহ্নblibliblu
lose money
says মার্চ ০৯, ২০২৪ at ৮:৫৮ পূর্বাহ্নImpressive, fantastic
lose money
says মার্চ ০৯, ২০২৪ at ৩:৩৬ পূর্বাহ্নblolbo
scam
says মার্চ ০৯, ২০২৪ at ৩:০৭ পূর্বাহ্নcululutata
scam
says মার্চ ০৯, ২০২৪ at ১২:১৪ পূর্বাহ্নcululutata
scam
says মার্চ ০৮, ২০২৪ at ১১:৪৪ অপরাহ্নpalabraptu
lose money
says মার্চ ০৮, ২০২৪ at ১০:০১ অপরাহ্নchild porn
lose money
says মার্চ ০৮, ২০২৪ at ৫:৫৭ অপরাহ্নIncredible, you’ve truly surpassed expectations this time! Your effort and dedication shine through in every aspect of this piece. I couldn’t resist expressing my gratitude for bringing such fantastic work with us. Your talent and dedication are truly exceptional. Keep up the fantastic work! ????????????
scam
says মার্চ ০৮, ২০২৪ at ৪:২৫ অপরাহ্নnice content!nice history!! boba 😀
scam
says মার্চ ০৮, ২০২৪ at ৪:০৮ অপরাহ্নpalabraptu
scam
says মার্চ ০৮, ২০২৪ at ৩:৫৯ অপরাহ্নAbsolutely fantastic, you’ve done an exceptional job this time! Your commitment to excellence is evident in every aspect of this work. I couldn’t help but express my appreciation for creating such awesome content with us. Your talent and dedication are truly admirable. Keep up the excellent work! ????????????
scam
says মার্চ ০৮, ২০২৪ at ১২:৫২ অপরাহ্নFabulous, well executed
phising
says মার্চ ০৮, ২০২৪ at ৭:৫৩ পূর্বাহ্নMagnificent, wonderful.
scam
says মার্চ ০৮, ২০২৪ at ৫:৪৮ পূর্বাহ্নblolbo
scam
says মার্চ ০৮, ২০২৪ at ১:৪৭ পূর্বাহ্নStellar, keep it up
lose money
says মার্চ ০৭, ২০২৪ at ১১:৩৯ অপরাহ্নThis is amazing, you’ve really outdone yourself this time! Your effort and dedication shine through in every aspect of this content. I felt compelled to express my thanks for creating such incredible work with us. Your talent and dedication are truly exceptional. Keep up the fantastic work! ????????????
scam
says মার্চ ০৭, ২০২৪ at ৯:০০ অপরাহ্নWow, you’ve knocked it out of the park this time! Your hard work and creativity are truly inspiring of this work. I just had to take a moment to express my gratitude for creating such outstanding content with us. You are exceptionally talented and dedicated. Keep up the amazing work! ????????????
phising
says মার্চ ০৭, ২০২৪ at ৬:৫৩ অপরাহ্নAwesome work
scam
says মার্চ ০৭, ২০২৪ at ৪:৪০ অপরাহ্নbliloblo
phising
says মার্চ ০৭, ২০২৪ at ১:২১ অপরাহ্নOutstanding, superb effort
phising
says মার্চ ০৭, ২০২৪ at ১২:৩৪ অপরাহ্নPhenomenal, great job
scam
says মার্চ ০৭, ২০২৪ at ১২:২৮ অপরাহ্নblublu
scam
says মার্চ ০৭, ২০২৪ at ১০:০৩ পূর্বাহ্ন1249742
scam
says মার্চ ০৭, ২০২৪ at ৬:২৯ পূর্বাহ্নBrilliant content
scam
says মার্চ ০৬, ২০২৪ at ১১:২২ অপরাহ্নTerrific, continue
phising
says মার্চ ০৬, ২০২৪ at ১০:৩০ অপরাহ্নStellar, keep it up
scam
says মার্চ ০৬, ২০২৪ at ১০:১৩ অপরাহ্নblibli
scam
says মার্চ ০৬, ২০২৪ at ৭:১৪ অপরাহ্নchild porn
scam
says মার্চ ০৬, ২০২৪ at ৩:৪২ অপরাহ্নblolbo
scam
says মার্চ ০৬, ২০২৪ at ৩:২৭ অপরাহ্নblibli
lose money
says মার্চ ০৬, ২০২৪ at ৯:১৪ পূর্বাহ্নlalablublu
scam
says মার্চ ০৬, ২০২৪ at ৭:৫৯ পূর্বাহ্নblibliblu
scam
says মার্চ ০৫, ২০২৪ at ১১:১২ অপরাহ্নOh my goodness, you’ve done an incredible job this time! Your dedication and creativity are truly admirable of this content. I couldn’t help but express my appreciation for sharing such amazing content with us. Your talent and dedication are truly admirable. Keep up the outstanding work! ????????????
lose money
says মার্চ ০৫, ২০২৪ at ৮:০০ অপরাহ্নblublu
scam
says মার্চ ০৫, ২০২৪ at ৩:০১ অপরাহ্নbliloblo
lose money
says মার্চ ০৫, ২০২৪ at ১২:৪৬ অপরাহ্নblibliblu
phising
says মার্চ ০৫, ২০২৪ at ১১:৩০ পূর্বাহ্নGreat job
scam
says মার্চ ০৫, ২০২৪ at ৮:০০ পূর্বাহ্ন124969D742
scam
says মার্চ ০৫, ২০২৪ at ৪:১৬ পূর্বাহ্নSpectacular, keep it up
lose money
says মার্চ ০৫, ২০২৪ at ৩:৪০ পূর্বাহ্নblublu child porn
scam
says মার্চ ০৫, ২০২৪ at ২:৪২ পূর্বাহ্নlalablublu
phising
says মার্চ ০৪, ২০২৪ at ১১:২২ অপরাহ্নBrilliant content
scam
says মার্চ ০৪, ২০২৪ at ৭:৪৭ অপরাহ্নOutstanding, superb effort
scam
says মার্চ ০৪, ২০২৪ at ৬:৫৭ অপরাহ্নIncredible, you’ve done an outstanding job this time! Your hard work and creativity are truly inspiring of this content. I couldn’t resist expressing my gratitude for sharing such amazing content with us. You have an incredible talent and dedication. Keep up the outstanding work! ????????????
scam
says মার্চ ০৪, ২০২৪ at ৬:৪৬ অপরাহ্নOh my goodness, you’ve done an exceptional job this time! Your hard work and creativity are truly inspiring of this piece. I simply had to thank you for sharing such incredible content with us. You are exceptionally talented and dedicated. Keep up the outstanding work! ????????????
phising
says মার্চ ০৪, ২০২৪ at ৪:১৪ অপরাহ্ন124969D742
scam
says মার্চ ০৪, ২০২৪ at ৩:৫৩ অপরাহ্নblublu
lose money
says মার্চ ০৪, ২০২৪ at ৩:৩৭ অপরাহ্নFabulous, well executed
phising
says মার্চ ০৪, ২০২৪ at ৯:৪৫ পূর্বাহ্নSpectacular, keep it up
phising
says মার্চ ০৪, ২০২৪ at ৭:৪২ পূর্বাহ্ন124969D742
phising
says মার্চ ০৪, ২০২৪ at ৪:৪৭ পূর্বাহ্নSuper, fantastic
phising
says মার্চ ০৩, ২০২৪ at ১১:৫৪ অপরাহ্নIncredible, well done
scam
says মার্চ ০৩, ২০২৪ at ১০:১৩ অপরাহ্নAbsolutely fantastic, you’ve truly surpassed expectations this time! Your hard work and creativity are truly inspiring of this content. I simply had to thank you for producing such fantastic work with us. Your dedication and talent are truly remarkable. Keep up the outstanding work! ????????????
lose money
says মার্চ ০৩, ২০২৪ at ১২:১৫ অপরাহ্নSuper, fantastic
lose money
says মার্চ ০৩, ২০২৪ at ৮:২৭ পূর্বাহ্নSplendid, excellent work
futa on loli
says মার্চ ০৩, ২০২৪ at ৫:০৮ পূর্বাহ্ন???? Wow, this blog is like a rocket
xxx child
says মার্চ ০৩, ২০২৪ at ৩:১৭ পূর্বাহ্নwow, amazing
kids porn
says মার্চ ০২, ২০২৪ at ৯:৫৯ অপরাহ্নchild porn
child porn
says মার্চ ০২, ২০২৪ at ৯:৫৪ অপরাহ্নAbsolutely fantastic, you’ve truly surpassed expectations this time! Your hard work and creativity are truly inspiring of this work. I couldn’t help but express my appreciation for bringing such awesome content with us. You are incredibly talented and dedicated. Keep up the excellent work! ????????????
child porn
says মার্চ ০২, ২০২৪ at ৯:৩৬ পূর্বাহ্নWow, you’ve done an exceptional job this time! Your effort and creativity are truly commendable of this content. I felt compelled to express my thanks for creating such fantastic content with us. You are incredibly talented and dedicated. Keep up the amazing work! ????????????
loli porn video
says মার্চ ০২, ২০২৪ at ৬:৫৪ পূর্বাহ্ন???? Wow, this blog is like a rocket
lottery
says মার্চ ০২, ২০২৪ at ৬:১৮ পূর্বাহ্নnice content!nice history!! boba 😀
child porn
says মার্চ ০২, ২০২৪ at ৪:১৯ পূর্বাহ্নAbsolutely fantastic, you’ve done an outstanding job this time! Your dedication and effort are evident in every detail of this content. I couldn’t help but express my appreciation for bringing such incredible work with us. You have an incredible talent and dedication. Keep up the outstanding work! ????????????
loli porn
says মার্চ ০১, ২০২৪ at ৫:২৭ পূর্বাহ্নMagnificent, wonderful.
kid porn
says মার্চ ০১, ২০২৪ at ২:২৭ পূর্বাহ্নblibliblu
loli porn
says মার্চ ০১, ২০২৪ at ১২:০৮ পূর্বাহ্নbliloblo
kids porn
says ফেব্রুয়ারী ২৯, ২০২৪ at ৮:২৮ অপরাহ্নbliloblo
scam
says ফেব্রুয়ারী ২৯, ২০২৪ at ১:৩১ পূর্বাহ্নPhenomenal, great job
lost money
says ফেব্রুয়ারী ২৬, ২০২৪ at ২:৫২ পূর্বাহ্ন???? Wow, this blog is like a fantastic adventure launching into the galaxy of excitement! ???? The mind-blowing content here is a captivating for the mind, sparking curiosity at every turn. ???? Whether it’s lifestyle, this blog is a source of exciting insights! #InfinitePossibilities Embark into this cosmic journey of knowledge and let your imagination fly! ???? Don’t just enjoy, experience the excitement! #BeyondTheOrdinary ???? will be grateful for this exciting journey through the realms of endless wonder! ????
scam
says ফেব্রুয়ারী ২৪, ২০২৪ at ৯:৪৩ পূর্বাহ্নwow, amazing
scam
says ফেব্রুয়ারী ২৪, ২০২৪ at ৫:২৮ পূর্বাহ্নnice content!nice history!! boba 😀
lose money
says ফেব্রুয়ারী ২৩, ২০২৪ at ৪:৫১ পূর্বাহ্নnice content!nice history!! boba 😀
loli hentai
says ফেব্রুয়ারী ২২, ২০২৪ at ৮:৫৪ অপরাহ্নchild porn
scam
says ফেব্রুয়ারী ২২, ২০২৪ at ৬:১৬ পূর্বাহ্নThis is amazing, you’ve done an incredible job this time! Your effort and creativity are truly commendable of this piece. I just had to take a moment to express my gratitude for producing such awesome work with us. You have an incredible talent and dedication. Keep up the fantastic work! ????????????
child porn
says ফেব্রুয়ারী ২২, ২০২৪ at ১:৪৭ পূর্বাহ্নchild porn
scam
says ফেব্রুয়ারী ২২, ২০২৪ at ১২:১৭ পূর্বাহ্নOutstanding, superb effort
criminal
says ফেব্রুয়ারী ২১, ২০২৪ at ৭:২৮ অপরাহ্নIncredible, well done
child porn
says ফেব্রুয়ারী ২১, ২০২৪ at ২:৩২ অপরাহ্নbliloblo
scam
says ফেব্রুয়ারী ২১, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্নwow, amazing
scam
says ফেব্রুয়ারী ২১, ২০২৪ at ৫:২৪ পূর্বাহ্নnice content!nice history!! boba 😀
child porn site
says ফেব্রুয়ারী ১৯, ২০২৪ at ৬:৪৩ অপরাহ্নchild porn
scam
says ফেব্রুয়ারী ১৮, ২০২৪ at ১১:২৩ অপরাহ্নchild porn
scam
says ফেব্রুয়ারী ১৮, ২০২৪ at ৬:৩৭ অপরাহ্নI participated on this online casino platform and secured a significant pile of money. However, later on, my mother fell gravely ill, and I needed to take out some earnings from my casino balance. Unfortunately, I encountered difficulties and could not complete the withdrawal. Tragically, my mother died due to the casino site. I kindly ask for your assistance in addressing this situation with the platform. Please help me in seeking justice, to ensure others won’t have to face the anguish I’m facing today, and prevent them from facing similar tragedy. ????????
scam
says ফেব্রুয়ারী ১৮, ২০২৪ at ৪:০৩ পূর্বাহ্নI tried my luck on this online casino platform and secured a significant amount of earnings. However, eventually, my mother fell critically ill, and I needed to withdraw some funds from my casino balance. Unfortunately, I encountered issues and was unable to withdraw the funds. Tragically, my mother passed away due to the casino site. I earnestly request your assistance in bringing attention to this concern with the site. Please aid me in seeking justice, to ensure others won’t have to face the pain I’m facing today, and stop them from facing similar tragedy. ????????
xxx child
says ফেব্রুয়ারী ১৭, ২০২৪ at ১:১৭ অপরাহ্নI tried my luck on this casino website and earned a considerable sum of cash. However, eventually, my mom fell seriously sick, and I needed to withdraw some funds from my account. Unfortunately, I faced issues and couldn’t finalize the cashout. Tragically, my mother passed away due to this casino site. I kindly plead for your support in reporting this issue with the site. Please aid me to obtain justice, to ensure others do not face the hardship I’m facing today, and prevent them from experiencing similar heartache. ????????
kids porn
says ফেব্রুয়ারী ১৭, ২০২৪ at ৬:৪০ পূর্বাহ্নI played on this gambling site and secured a considerable amount of cash. However, afterward, my mother fell gravely sick, and I wanted to take out some earnings from my wallet. Unfortunately, I encountered issues and was unable to withdraw the funds. Tragically, my mom passed away due to the casino site. I earnestly ask for your support in reporting this situation with the online casino. Please aid me in seeking justice, to ensure others won’t face the hardship I’m facing today, and avert them from undergoing similar tragedy. ????????
xxx child
says ফেব্রুয়ারী ১৭, ২০২৪ at ৪:৪৭ পূর্বাহ্নI participated on this gambling site and earned a considerable pile of money. However, eventually, my mother fell critically ill, and I wanted to cash out some money from my casino balance. Unfortunately, I faced difficulties and couldn’t finalize the cashout. Tragically, my mother died due to the casino site. I earnestly plead for your help in reporting this issue with the platform. Please aid me to find justice, to ensure others won’t have to experience the anguish I’m facing today, and prevent them from facing similar heartache. ????????
loli porn
says ফেব্রুয়ারী ১৬, ২০২৪ at ১০:১৬ অপরাহ্নI tried my luck on this casino website and won a substantial pile of money. However, later on, my mother fell critically sick, and I wanted to withdraw some funds from my casino balance. Unfortunately, I experienced issues and could not finalize the cashout. Tragically, my mom died due to the online casino. I urgently plead for your assistance in bringing attention to this situation with the platform. Please aid me to obtain justice, to ensure others won’t have to endure the anguish I’m facing today, and avert them from experiencing similar tragedy. ????????
loli hentai
says ফেব্রুয়ারী ১৬, ২০২৪ at ২:৩৪ অপরাহ্নI played on this casino website and secured a considerable pile of money. However, afterward, my mother fell gravely sick, and I needed to take out some funds from my wallet. Unfortunately, I experienced problems and was unable to withdraw the funds. Tragically, my mother passed away due to this gambling platform. I earnestly request your assistance in addressing this concern with the platform. Please help me to find justice, to ensure others do not experience the anguish I’m facing today, and avert them from facing similar misfortune. ????????
child porn video
says ফেব্রুয়ারী ১৬, ২০২৪ at ১১:৩৬ পূর্বাহ্নI participated on this online casino platform and secured a significant pile of earnings. However, later on, my mom fell seriously sick, and I needed to take out some money from my casino balance. Unfortunately, I encountered problems and was unable to finalize the cashout. Tragically, my mom passed away due to the online casino. I earnestly plead for your assistance in bringing attention to this situation with the platform. Please help me to find justice, to ensure others do not face the anguish I’m facing today, and avert them from facing similar tragedy. ????????
futa on loli
says ফেব্রুয়ারী ১৫, ২০২৪ at ১১:৫৬ অপরাহ্নblolbo
child porn site
says ফেব্রুয়ারী ১৫, ২০২৪ at ৩:০৫ অপরাহ্নblolbo
kids porn
says ফেব্রুয়ারী ১৫, ২০২৪ at ৬:০০ পূর্বাহ্নI engaged on this casino website and won a substantial cash prize. However, afterward, my mother fell critically sick, and I wanted to cash out some funds from my wallet. Unfortunately, I encountered difficulties and couldn’t finalize the cashout. Tragically, my mother died due to this casino site. I kindly plead your support in bringing attention to this situation with the online casino. Please support me in seeking justice, to ensure others do not experience the anguish I’m facing today, and avert them from undergoing similar misfortune. ????????????????????????
child porn web
says ফেব্রুয়ারী ১৪, ২০২৪ at ১১:২৪ অপরাহ্নOutstanding, superb effort
loli
says ফেব্রুয়ারী ১৪, ২০২৪ at ১০:৩৫ অপরাহ্নAwesome work
child porn
says ফেব্রুয়ারী ১৪, ২০২৪ at ৮:৪৬ অপরাহ্নblublu
loli porn
says ফেব্রুয়ারী ১৪, ২০২৪ at ৫:২৯ পূর্বাহ্নI engaged on this casino website and hit a considerable earnings prize. However, afterward, my mom fell gravely sick, and I needed to withdraw some earnings from my wallet. Unfortunately, I ran into difficulties and could not withdraw the funds. Tragically, my mother passed away due to this online casino. I earnestly ask for your assistance in bringing attention to this issue with the site. Please assist me to obtain justice, to ensure others do not endure the pain I’m facing today, and stop them from facing similar hardship. ????????????????????
loli porn video
says ফেব্রুয়ারী ১৪, ২০২৪ at ২:৪৯ পূর্বাহ্নIncredible, well done
child porn video
says ফেব্রুয়ারী ১৪, ২০২৪ at ১:৫৯ পূর্বাহ্নSuperb, congratulations
child porn web
says ফেব্রুয়ারী ১৩, ২০২৪ at ১১:২৪ অপরাহ্নOutstanding, kudos
child porn site
says ফেব্রুয়ারী ১৩, ২০২৪ at ৪:১২ অপরাহ্নI played on this casino website and landed a considerable cash prize. However, afterward, my mom fell critically sick, and I required to take out some earnings from my wallet. Unfortunately, I ran into difficulties and was unable to finalize the cashout. Tragically, my mother died due to such casino site. I earnestly ask for your support in reporting this issue with the site. Please aid me to obtain justice, to ensure others won’t have to suffer the pain I’m facing today, and prevent them from facing similar misfortune. ????????????????????
criminal
says ফেব্রুয়ারী ১৩, ২০২৪ at ২:২৮ অপরাহ্নExceptional, impressive work
scam
says ফেব্রুয়ারী ১২, ২০২৪ at ১২:১৫ অপরাহ্নI played on this online casino platform and won a substantial amount of cash, but later, my mom became ill, and I wanted to withdraw some funds from my wallet. Unfortunately, I faced issues and could not withdraw the funds. Tragically, my mother died as a result of such casino site. I implore for your help in addressing this concern with the website. Please assist me to obtain justice, so that others do not have to undergo the hardship I’m enduring today, and stop them from going through the same heartache. ????????????????
criminal
says ফেব্রুয়ারী ১২, ২০২৪ at ১০:১৩ পূর্বাহ্নI played on this online casino platform and secured a considerable cash prize. However, later, my mom fell sick, and I needed to cash out some money from my account. Unfortunately, I experienced problems and couldn’t finalize the cashout. Tragically, my mother passed away due to this casino site. I beseech for your support in reporting this matter with the platform. Please help me to find justice, to ensure others won’t experience the pain I’m facing today, and stop them from experiencing the same tragedy. ????????????????????????????????????????
loli porn
says ফেব্রুয়ারী ১২, ২০২৪ at ৯:৩৫ পূর্বাহ্নI participated on this gambling site and earned a substantial sum of money, but eventually, my mother became ill, and I wanted to cash out some money from my account. Unfortunately, I encountered problems and was unable to complete the withdrawal. Tragically, my mom passed away as a result of this online casino. I plead with you for your assistance in reporting this issue with the website. Please assist me to find justice, so that others won’t have to undergo the suffering I’m enduring today, and stop them from undergoing the same pain. ????????????????
kids porn
says ফেব্রুয়ারী ১২, ২০২৪ at ১২:১০ পূর্বাহ্নblublu
scam
says ফেব্রুয়ারী ১১, ২০২৪ at ১:২৭ পূর্বাহ্নGreat job
kids porn
says ফেব্রুয়ারী ১১, ২০২৪ at ১২:০৫ পূর্বাহ্নlalablublu
porn
says ফেব্রুয়ারী ১০, ২০২৪ at ৮:২২ অপরাহ্নI participated on this online casino site and won a considerable cash, but eventually, my mom fell ill, and I needed to withdraw some earnings from my account. Unfortunately, I faced problems and was unable to finalize the cashout. Tragically, my mom died due to the casino site. I plead for your assistance in bringing attention to this site. Please help me to achieve justice, so that others won’t face the hardship I am going through today, and avert them from shedding tears like mine. ????????????????????????????????????????
scam
says ফেব্রুয়ারী ০৮, ২০২৪ at ৯:৩১ পূর্বাহ্নI played on this casino platform and won a considerable cash, but later, my mom fell sick, and I wanted to take out some funds from my balance. Unfortunately, I faced difficulties and could not withdraw the funds. Tragically, my mother died due to this online casino. I request for your support in reporting this website. Please support me to obtain justice, so that others do not face the hardship I am going through today, and stop them from crying tears like mine. ????????????????????????????????????????
porn
says ফেব্রুয়ারী ০৭, ২০২৪ at ৪:৪৫ অপরাহ্নI participated on this online casino site and won a considerable sum of money, but after some time, my mom fell sick, and I required to take out some funds from my casino account. Unfortunately, I experienced difficulties and could not finalize the cashout. Tragically, my mother died due to the online casino. I request for your help in bringing attention to this site. Please assist me to obtain justice, so that others won’t undergo the suffering I am going through today, and prevent them from crying tears like mine. ????????????????????????????????????????
scam
says ফেব্রুয়ারী ০৭, ২০২৪ at ৪:৩২ অপরাহ্নImpressive, fantastic
scam
says ফেব্রুয়ারী ০৭, ২০২৪ at ৩:৩১ অপরাহ্নAwesome work
scam
says ফেব্রুয়ারী ০৭, ২০২৪ at ১২:২৫ পূর্বাহ্নExcellent effort
criminal
says ফেব্রুয়ারী ০৬, ২০২৪ at ৮:৩৬ অপরাহ্নI engaged in this casino site and managed a significant sum of money. However, afterward, my mother fell became very sick, and I needed cash out some earnings from my casino account. Regrettably, I encountered problems and could not process the withdrawal. Tragically, my mother passed on due to this casino site. I plead for your assistance in raising awareness about this platform. Please support me in seeking justice, so that others don’t experience the grief I’m going through today, and stop them from experiencing the same heartache. ????????????
scam
says ফেব্রুয়ারী ০৫, ২০২৪ at ২:৩৩ পূর্বাহ্ন???? Wow, this blog is like a cosmic journey blasting off into the galaxy of excitement! ???? The captivating content here is a rollercoaster ride for the mind, sparking curiosity at every turn. ???? Whether it’s technology, this blog is a treasure trove of exhilarating insights! #MindBlown Embark into this thrilling experience of discovery and let your thoughts soar! ???? Don’t just read, immerse yourself in the excitement! #BeyondTheOrdinary Your mind will thank you for this thrilling joyride through the dimensions of discovery! ✨
scam
says ফেব্রুয়ারী ০৪, ২০২৪ at ৮:১৪ অপরাহ্নYour post is a ray of light in the darkness. Thank you for brightening my day in a unique way. Keep shining! ☀️
lose money
says ফেব্রুয়ারী ০৩, ২০২৪ at ১০:৪৩ অপরাহ্নI engaged on this online casino site and succeeded a considerable sum of money, but later, my mom fell ill, and I required to withdraw some funds from my casino account. Unfortunately, I experienced problems and couldn’t complete the withdrawal. Tragically, my mom passed away due to the gambling platform. I plead for your assistance in bringing attention to this online casino. Please help me in seeking justice, so that others won’t undergo the hardship I am going through today, and avert them from shedding tears like mine. ????????????????????????????????????????
scam
says ফেব্রুয়ারী ০৩, ২০২৪ at ১০:০৫ অপরাহ্নImpressive, congrats
scam
says জানুয়ারী ৩১, ২০২৪ at ১:৫৮ অপরাহ্নI engaged on this casino platform and managed a substantial sum of money, but after some time, my mom fell ill, and I wanted to cash out some money from my account. Unfortunately, I encountered problems and could not finalize the cashout. Tragically, my mom died due to such casino site. I implore for your help in lodging a complaint against this online casino. Please support me in seeking justice, so that others won’t have to face the hardship I am going through today, and prevent them from crying tears like mine. ????????????�
scam
says জানুয়ারী ৩০, ২০২৪ at ৬:২০ অপরাহ্নI participated on this gambling website and managed a considerable amount, but later, my mother fell ill, and I required to take out some money from my balance. Unfortunately, I faced difficulties and could not complete the withdrawal. Tragically, my mother died due to this casino site. I request for your help in reporting this online casino. Please assist me to achieve justice, so that others won’t have to experience the pain I am going through today, and prevent them from shedding tears like mine. ????????????�
lose money
says জানুয়ারী ২৮, ২০২৪ at ১২:১৩ পূর্বাহ্নImpressive, congrats
lose money
says জানুয়ারী ২৭, ২০২৪ at ৬:২৬ অপরাহ্নwow, amazing
criminal
says জানুয়ারী ২৬, ২০২৪ at ৪:১৪ অপরাহ্নwow, amazing
scam
says জানুয়ারী ২৫, ২০২৪ at ১:১৬ অপরাহ্নnice content!nice history!! boba 😀
scam
says জানুয়ারী ২৫, ২০২৪ at ৯:২২ পূর্বাহ্নnice content!nice history!! boba 😀
porn
says জানুয়ারী ২৪, ২০২৪ at ৯:১১ অপরাহ্নwow, amazing
porn
says জানুয়ারী ২৪, ২০২৪ at ৮:১০ অপরাহ্নnice content!nice history!! boba 😀