বনার্ঢ্য আয়োজনে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ঢাকায় দাখিল কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠিত
—————————————————————
শতাব্দীর সেরা দ্বীনি বিদ্যাপীঠ তামিরুল মিল্লাত কামিল মাদরাসা ঢাকায় আজ ৮ আগস্ট ২০২৩ সকাল ১০:৩০ টায় বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা।
মাদরাসার সুযোগ্য অধ্যক্ষ, নির্বাচিত দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রফেসর ড. মুহাম্মাদ আবু ইউছুফ খান এর সভাপতিত্বে এবং মাদরাসার মুফাসসির মাওলানা জাকির হোসাইন শেখ এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক কৃতী শিক্ষার্থী, বিশ্ব বিখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, প্রখ্যাত গবেষক ও শিক্ষাবিদ, ইওরোপিয়ান ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর এবং সাফির একাডেমির চেয়ারম্যান ড. মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদরাসার আরেক সাবেক কৃতী শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম, মাদরাসার সুযোগ্য উপাধ্যক্ষ ড. মোহাম্মদ খলিলুর রহমান মাদানী এবং কাজী বাড়ির কৃতী সন্তান মিশরে অবস্থিত বিশ্ব বিখ্যাত জামে আযহারের মেধাবী শিক্ষার্থী জনাব কাজী মোশাররফ হোসেন। আরো বক্তব্য রাখেন মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আঃ গফফার মাক্কী, ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র সংসদের ভি.পি মেহেদী হাসান সিয়াম এবং কৃতী শিক্ষার্থীদের মধ্য বক্তব্য দেন মোঃ সাওম রহমান প্রমুখ।
২০২৩ সালের অনুষ্ঠিত দাখিল পরীক্ষার ফলাফলে যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে তাদেরকে সংবর্ধনা প্রদানের পাশাপাশি বক্তারা কৃতী শিক্ষার্থীদের আগামী দিনের করণীয় সম্পর্কে বক্তব্য তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আবুল কালাম আজাদ বলেন, তা’মীরুল মিল্লাতের মুল কাজ হলো জাতিকে পুনর্গঠন করা। আকাঙ্ক্ষার শতভাগ পুরন করতে না পারলেও আলহামদুলিল্লাহ দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে তা’মীরুল মিল্লাতের কৃতী শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ দায়িত্ব সততা আমানতদারিতা ও বলিষ্ঠভাবে পালন করছে। গর্বের জন্য নয় বরং অবগতির জন্য বলছি, আল্লাহর অশেষ মেহেরবানিতে পৃথিবীর প্রায় অর্ধশতাধিক দেশের কয়েকশ বড় বড় শহরে যাওয়ার সুযোগ হয়েছে প্রত্যেক জায়গায় তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীদের সাক্ষাৎ পেয়েছি আলহামদুলিল্লাহ। কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের মধ্যে যে স্বপ্ন দেখতে পাচ্ছি, তোমরা এখন থেকেই কঠিন সিদ্ধান্ত নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে যথাসাধ্য অধ্যাবসায় ও যথাযথ পরিশ্রম করো তাহলে আমাদের চাইতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. শামসুল আলম বলেন, তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার পাশাপাশি অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। শুধু গতানুগতিক ভালো ফলাফল অর্জন করায় তা’মীরুল মিল্লাতের মুল উদ্দেশ্য নয়। বরং জাতি গঠনের মহান দায়িত্বানুভুতি নিয়ে যে তা’মীরুল মিল্লাত প্রতিষ্ঠা করা হয়েছে তা’মীরুল মিল্লাতের কৃতী শিক্ষার্থীরা তা আজ প্রমান করতে সক্ষম হয়েছে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ আবু ইউছুফ খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকে যারা অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন তারা সকলেই তা’মীরুল মিল্লাতের কৃতী সন্তান। শিক্ষা জীবনে কঠোর অধ্যবসায়, সততা, আমানতদারিতা, পিতামাতা ও শিক্ষকদের নেক দোয়ার বরকতেই তারা এই পর্যায়ে এসেছেন। এই জন্য ভালো পড়াশোনা ও অধ্যবসায়ের পাশাপাশি উত্তম আমল আখলাক অর্জনের মধ্য দিয়ে তোমার আগামীর সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে হবে।
উপস্থিত সকল কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট, ডায়েরি, কলম ও গিফট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ইউরোপিয়ান ইউনিভার্সিটির ভিসি ও সাফীর একাডেমির চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ সকল শিক্ষার্থীদের সাথে মুসাফা ও সালাম বিনিময় করেন।